নিজস্ব প্রতিনিধি (সিলেট) : সিলেট-সুনামগঞ্জে ভারতীয় মহিষের চালানসহ ২ কোটি টাকার মালামাল জব্দ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি) যৌথভাবে চোরাচালানবিরোধী ওই অভিযান চালায় বৃহস্পতিবার -শুক্রবার দুই দিন ব্যাপী।

গতকাল শুক্রবার বিকেলে বিজিবি সিলেট সেক্টরের ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক এমন তথ্য নিশ্চিত করেন।

বিজিবি অধিনায়ক (সিও বিজিবি) জানান, বিজিবি সিলেট সেক্টরের ৪৮ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা সুনামগঞ্জের দোয়ারবাজারের সোনালীচেলা,কালাসাদেক,সোনারহাট, বিছনাকান্দি,প্রতাবপুর, উৎমা সীমান্ত এলাকা থেকে ভারতীয় মহিষ , সুপারি, জিরা, বিড়ি, চিনি, সাবান, নবরতœ হেয়ার অয়েল, শাড়ী, সানগ্লাস, অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করে।

এছাড়াও ৪৮-ব্যাটালিয়ন সদরের একটি টহলদল বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় টাস্কফোর্সের অভিযানে সিলেট নগরীতে বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বিভিন্ন গোডাউন তল্লাশী করে বিপুল পরিমান ভারতীয় সুপারি জব্দ করে।

বিজিবি সিলেট সেক্টরের ৪৮- ব্যাটালিয়নের অধিনায়ক (সিও বিজিবি) লে, কর্নেল মো: নাজমুল হক জানান, জব্দকৃত মহিষ সহ চোরাচালানের মালামালের মূল্য প্রায় ২ কোটি।