হাউসবোট দখলের অভিযোগ : পদ হারাচ্ছেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ সিলেট

হাউসবোট দখলের অভিযোগে পদ হারানো সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক ,মমিনুল হক বেনু।


বিজ্ঞাপন

 

নিজস্ব প্রতিনিধি  (সিলেট)  :  টাঙ্গুয়ার হাওরগ্রামী একটি হাউসবোট দলীয় প্রভাব খাঁটিয়ে দখলে নেয়ার অভিযোগে এবার দলীয় পদ পদবী হারাতে যাচ্ছেন সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির এক যুগ্ন আহবায়ক।অভিযুক্তর নাম,মমিনুল হক বেনু। তিনি মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও মধ্যনগর উপজেলা বিএনপির সভাপতি (প্রয়াত) সবুজ মিয়ার সহোদর।


বিজ্ঞাপন

বিএনপি নেতা বেনুর বিরুদ্ধে টাঙ্গুয়ার হাওরে পর্যটক পরিবাহি একটি হাউজবোট দখলের অভিযোগ উঠায় মঙ্গলবার( ১৫ জুলাই) সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন এবং সদস্য স্বাক্ষরক্ষমতাপ্রাপ্ত অ্যাডভোকেট মোঃ আব্দুল হকের স্বাক্ষরিত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় মধ্যনগর মমিনুল হক বেনুকে।


বিজ্ঞাপন

নোটিশে বলা হয়, হাওরের পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ার হাওরগ্রামী পর্যচকদের পরিবাহি একটি হাউসবোট অবৈধভাবে দখলের ঘটনায় আপনাকে জড়িত করা হয়েছে। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্য হয়েছে বলেও অভিযোগ উঠেছে।


বিজ্ঞাপন

হাউসবোটের মালিকপক্ষ বিএনপির কেন্দ্রীয় কমিটির নিকট এ নিয়ে লিখিত অভিযোগ করেন। দলীয় শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আপনার পদ সাময়িকভাবে স্থগিত করা হলো এবং আগামী ৪৮ ঘণ্টার মধ্যে লিখিতভাবে ব্যাখ্যা প্রদান করতে বলা হয়েছে, কেন আপনার বিরুদ্ধে পরবর্তী সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না।

উল্ল্যেখ্য, নোটিশের কপি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সিলেট বিভাগীয় টিম লিডার অধ্যাপক ডা. এ জেড জাহিদ হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ এবং সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ ছিদ্দিকীকে পাঠানো হয়েছে।

এদিকে, ভুক্তভোগী হিসেবে পর্যটন উদ্যোক্তার দাবি, হাওরে পর্যটক পরিবাহি’ হাউসবোটটি তিনি মধ্যনগরের স্থানীয় একজন কেয়ারটেকারের মাধ্যমে পরিচালনা করতেন। পরে দায়িত্ব দেওয়া হয় অন্য এক ব্যাক্তিকে।

ভোক্তভোগী অভিযোগ করেন, মমিনুল হক বেনু দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে হাউসবোটটি দখলের চেষ্টাচালিয়ে আসছিলেন। সম্প্রতি মধ্যনগর থানা পুলিশকে ব্যবহার করে কৌশলে হাউসবোটের দায়িত্বে থাকাব্যাক্তিকে থানায় ডেকে নেওয়া হয় এবং তার লোকজনকেহাউসবোট বুঝিয়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে। পরদিন জোরপূর্বক বোট দখল করে বেনু মিয়া নাম পরিবর্তন করে সেটি পরিচালনা শুরু করেন।

পদ স্থগিত হওয়া মধ্যনগর উপজেলার বিএনপি নেতা অভিযুক্ত মমিনুল হক বেনু কারন দর্শানোর নোটিশ প্রাপ্তির সত্যতা স্বীকার করে বলেন, মূলত আমি ছিলাম মাতব্বর, মানে আমার জিম্মায় ছিল হাউসবোটটি, এখন বোটটি ফিরিয়ে দিয়ে ঘটনাটি নিষ্পক্তির চেষ্টা চলছে।

বুুধবার জানতে চাইলে মধ্যনগর থানার ওসি মুনিবুর রহমান বলেন, আমি মধ্যনগর থানার দায়িত্ব নেয়ার পুর্বের ঘটনা, হাউসবোট দখলে নেয়ার বিষয়টি আমাকে কেউ অবহিত করেননি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *