ভাইয়ের হাতে বোন খুন ;  ঘটনার  ১০ ঘন্টার মধ্যেই আসামী গ্রেফতার করলো পিটিআই যশোর

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (যশোর) :  যশোরে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে আপন বোন শারমিন বেগম (২৮) হত্যাকান্ডের ঘটনায় মামলা রুজুর ১০ ঘন্টার মধ্যেই ভিকটিমের পলাতক ভাই ও ভাবীকে গ্রেফতার করেছে পিবিআই যশোর জেলা। গ্রেফতারকৃতরা হলেন ১। মোঃ খোকন মোল্লা (৪২) এবং ২) মোছাঃ ছালমা বেগম (৩৪)। অদ্য ২৪/০৭/২০২৫ খ্রিঃ তাদেরকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

গত ২৩ জুলাই,  সকাল অনুমান ১০ টা ২০ মিনিটের  সময় ভিকটিম শারমিন বেগম (২৮) এর সাথে তার ভাইয়ের স্ত্রীর পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে কথা কাটাকাটি হয়। এ সময় ভিকটিম শারমিনের বড় ভাই মোঃ খোকন মোল্লা ক্ষিপ্ত হয়ে হাসুয়া কাচি নিয়ে ভিকটিমের বাড়িতে গিয়ে তাকে হাসুয়া কাচি দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এই ঘটনায় ভিকটিমের স্বামী মোঃ শিমুল ইসলাম বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানার মামলা নং-৭২, তারিখ-২৪/০৭/২০২৫ ইং, ধারা-৩০২/৩৪ পেনাল কোড দায়ের করে। হত্যাকান্ডের সংবাদ পেয়ে পিবিআই যশোর জেলা ঘটনার বিষয়ে ছায়াতদন্ত অব্যাহত রাখে।

ছায়া তদন্তকালে পিবিআই প্রধান অতিরিক্ত আইজিপি মোঃ মোস্তফা কামাল এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় এবং পিবিআই যশোর জেলা ইউনিট ইনচার্জ পুলিশ সুপার রেশমা শারমিন, পিপিএম-সেবা এর সার্বিক সহযোগিতায় ছায়া তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিঃ)/ শ্যামল কুমার দত্ত পিপিএম-সেবা এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/কমলেশ মন্ডল এবং পিবিআই যশোর জেলার ক্রাইমসিন টিম তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য ২৪/০৭/২০২৫ খ্রিঃ ভোর অনুমান অনুমান ২ টা ৪৫ মিনিটের সময় হত্যাকান্ডে জড়িত পলাতক আসামী ১। মোঃ খোকন মোল্লা (৪২), পিতা- মৃত কাসেম মোল্লা, সাং-হিন্দু কুশলা, উপজেলা-তেরখাদা, জেলা-খুলনা; বর্তমান সাং-সুজলপুর, উপজেলা-কোতয়ালী, জেলা-যশোরকে খুলনা জেলার রুপসা থানাধীন মিল্কি দেয়াড়া গ্রামের মোঃ গোলাম রসুলের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত  আসামীর দেওয়া তথ্যমতে তার স্ত্রী অপর আসামী ২) মোছাঃ ছালমা বেগম (৩৪), স্বামী-মোঃ খোকন মোল্লা, সাং-হিন্দু কুশলা, উপজেলা-তেরখাদা, জেলা- খুলনা; বর্তমান সাং-সুজলপুর, উপজেলা-কোতয়ালী, জেলা-যশোরকে অদ্যই সকাল অনুমান ০৭.৪০ ঘটিকায় যশোরের কোতয়ালী থানাধীন রাজারহাট গ্রামের মনিরুল ইসলামের বাড়ি হতে গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকান্ডে জড়িত মর্মে স্বীকার করে। মামলাটি পিবিআই এর সিডিউলভুক্ত হওয়ায়, অদ্য ২৪/০৭/২০২৫ খ্রিঃ তারিখ পিবিআই যশোর জেলায় স্ব-উদ্যোগে গ্রহণ করে এবং এসআই(নিঃ)/কমলেশ মন্ডল মামলাটি তদন্ত করছেন।

গ্রেফতারকৃত আসামী খোকন মোল্লা ও ছালমা বেগমদ্বয়কে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *