রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের ১২ ঘন্টার মধ্যে ছিনতাইকৃত ফোনসহ ছিনতাইকারী চক্রের তিন সদস্য গ্রেফতার 

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  : গতকাল বৃহস্পতিবার  ২৪ জুলাই, রাত আনুমানিক ১১ টার সময় রাজধানীর মোহাম্মদপুর থানাধীন তিন রাস্তার মোড়ের পাশের গলিতে ছিনতাইয়ের শিকার হন এক সাংবাদিক। এ সময় সস্ত্রীক তিনি রিকশা করে যাওয়ার পথে ছিনতাইকারীরা চাপাতিসহ তাদের পথরোধ করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন সেট ও মানিব্যাগ নিয়ে যায়। ছিনতাইকারীদের চাপাতির আঘাতে তিনি আহত হন।


বিজ্ঞাপন

পরবর্তীতে বিষয়টি তিনি মোহাম্মদপুর থানায় অবহিত করলে তেজগাঁও বিভাগের ডেপুটি পুলিশ কমিশনারসহ মোহাম্মদপুর থানা পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে ঘটনার ১২ ঘন্টার মধ্যে তিন ছিনতাইকারীকে গ্রেফতার করে।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত ছিনতাইকারীরা যথাক্রমে,  ইউসুফ (২৬),  সিয়াম(২৩)  এবং  জহুরুল (২২) , মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, এদের মধ্যে ইউসুফ মূল ছিনতাইকারী।


বিজ্ঞাপন

এ সময় গ্রেফতারকৃতদের হেফাজত হতে ছিনতাইকৃত মোবাইল ফোন সেটটি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন

উল্লেখ্য, এই ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *