খাগড়াছড়িতে ফলজ ও বনজ চারা বিতরণ : নারীদের ও শিক্ষার্থীদের সম্পৃক্ততায় সবুজায়নের অঙ্গীকার

অনিয়ম-দুর্নীতি অর্থনীতি গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

খাগড়াছড়ি প্রতিনিধি  :  পার্বত্য চট্টগ্রামের পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় বিশেষ উদ্যোগ নিয়েছে খাগড়াছড়ি জেলা পরিষদ। বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রজেক্টের উদ্যোগে এবং কানাডা সরকারের সহযোগিতায় জেলার ৯টি উপজেলায় চলছে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচি।


বিজ্ঞাপন

রবিবার (২৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার কমলছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুনীল চাকমা।

অনুষ্ঠানে বক্তারা জানান, এই কর্মসূচির মাধ্যমে নারীদের পাশাপাশি যুবক ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে পার্বত্য এলাকায় সবুজায়নকে ত্বরান্বিত করা হবে। পরিকল্পনার অংশ হিসেবে ব্যক্তিগত বসতভিটা, ঝিরি, ঝর্ণা ও চরায় চারা রোপণ করা হবে, যা পাহাড়ি অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


বিজ্ঞাপন

প্রকল্পের আওতায় খাগড়াছড়ি জেলার ৯টি উপজেলায় মোট ১৬ হাজার ৮৪৮টি চারা বিতরণ করা হবে। এর মধ্যে—
খাগড়াছড়ি সদর: ৩,০৭৯টি চারা,দীঘিনালা: ৩,৬০২টি চারা,গুইমারা: ১,৭৪৩টি চারা,মাটিরাঙ্গা: ১,৭৪৩টি চারা,মহালছড়ি: ৩,৬৬০টি চারা,পানছড়ি: ৩,০২১টি চারা।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করলিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা পরিচিতা খীসা, বায়োডাইভারসিটি অ্যান্ড এনভায়রনমেন্ট প্রকল্পের জেলা কর্মকর্তা সুকেতন চাকমা, ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আয়োজকরা জানিয়েছেন, নারীদের ও শিক্ষার্থীদের সম্পৃক্ততা এই উদ্যোগের অন্যতম অঙ্গীকার। কারণ তাদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ কার্যক্রম আরও শক্তিশালী ও স্থায়ী হবে।

তারা আশা প্রকাশ করেন, এই কর্মসূচি পার্বত্য চট্টগ্রামের সবুজায়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব হ্রাস এবং জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *