মোস্তাফিজুর রহমান, (জামালপুর) : জামালপুরের সরিষাবাড়ীতে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। সরিষাবাড়ী পৌরসভার শিমলা পল্লী তাড়িয়াপাড়া এলাকায় রবিবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে এ ঘটনা ঘটে । পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামেরার ফুটেজ দেখে হাবিবুর রহমান (৩০) নামে এক ব্যক্তিকে আটক করেছে। তিনি পৌরসভার চাঁদ শিমলা গ্রামের সোহরাব আলীর ছেলে। সে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে অনার্সে অধ্যয়নরত বলে জানা গেছে।

পুলিশ ও মন্দির কমিটি সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার শিমলাপল্লী তাড়িয়াপাড়া কালী ও দুর্গা মন্দিরে প্রতিবছরের ন্যায় এ বছরও দুর্গা পূজার আয়োজন চলছে। ইতোমধ্যেই দুর্গা পূজার প্রস্তুতি সম্পন্ন করে প্রতিমা শিল্পীদের বিদায় দেয়া হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) ভোরে এক ব্যক্তি মন্দির ঘরে প্রবেশ করে দুর্গা, লক্ষ্মী সরস্বতী ,কার্তিক, গণেশ ,কালী, মহাদেব ও আশুরের সাতটি মূর্তির মাথা ভেঙে চলে যায়। পরে সকালে মন্দির কমিটির সদস্যরা দুর্গা মন্দিরে এসে মূর্তিগুলো ভাঙা অবস্থায় দেখতে পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশকে খবর দেন।
এ ঘটনায় সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন,জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াহিয়া আল মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান রাশেদ, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নুর মাহমুদ, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব শঙ্করলাল রায়, উপজেলা জামায়াতের ইসলামীর আমির মাসুদ রানা দুলাল, উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি প্রভাষক শামীম হোসাইন, সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল আলিম সহ বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ঘটনা স্থল পরিদর্শন করেছেন এবং আর্থিক সহায়তা প্রদান করেছন।

শিমলাপল্লী তাড়িয়াপাড়া কালি ও দুর্গা মন্দির কমিটির সভাপতি গয়েশ চন্দ্র বর্মন ও সাধারণ সম্পাদক শীতল চন্দ্র বর্মন জানান, শুভ মহালয়ার দিন মন্দিরে এসে দুর্গা সহ ৭টি প্রতিমাগুলোর মাথা ভাঙা অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে খবর দিলে সিসি টিভি ফুটেজের মাধ্যমে অভিযুক্তকে সনাক্ত করে আটক করে পুলিশ থানায় নিয়ে গেছে।
জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হাসান রাশেদ জানান , দুর্গা মন্দিরের ভাংচুরের ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িত হাবিবুর রহমান হাবিব নামে একজন কে আটক করা হয়েছে।