প্রধান বিচারপতি ও নবনিযুক্ত আইজিপির সৌজন্য সাক্ষাত

আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন বাংলাদেশ পুলিশের নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।
জানা গেছে, সোমবার বিকাল ৩:৪৫ টায় রাজধানীর কাকরাইলে অবস্থিত প্রধান বিচারপতির সরকারি বাসভবনে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়।
পুলিশ সদরদপ্তরের একজন পুলিশ সুপার গণমাধ্যমকে জানিয়েছেন, প্রধান বিচারপতির সাথেধ সৌজন্য সাক্ষাতে সময় তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বিশ্বব্যাপি ছড়িয়ে পড়া কোভিড-১৯ প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণের ওপর আলোকপাত করেন।
বিচার বিভাগ ও বাংলাদেশ পুলিশ পরস্পর অঙ্গাঙ্গীভাবে জড়িত উল্লেখ করে মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এই দুই প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান করেন।
এ সময় আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) বিচার বিভাগের সাথে সমন্বিতভাবে কাজ করার দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন। সরকার গত ৮ এপ্রিল ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মহোদয়কে বাংলাদেশ পুলিশের আইজিপি নিযুক্ত করে। তিনি সপ্তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৫ ফেব্রুয়ারি ১৯৮৮ সালে সরাসরি সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মজীবন শুরুকরেন।


বিজ্ঞাপন