রাজধানীতে বিল্ডিং ও কনস্ট্রাকশন, কাঠ ও কাঠের কাজ এবং ধাতব শিল্প পণ্যের ৩টি আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে 

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  বিশ্বের সর্বাধুনিক নির্মাণ অবকাঠামো এবং কাঠ ও আসবাবপত্র সংশ্লিষ্ট শিল্পসহ ধাতব শিল্পের নতুন উদ্ভাবন, প্রযুক্তি ও পণ্য নিয়ে রাজধানীতে ৯ম বারের মতো প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড এবং ফিউচারেক্স ট্রেড ফেয়ার অ্যান্ড ইভেন্টস প্রাইভেট লিমিটেডের যৌথ উদ্যোগ তিনদিনব্যাপী এ প্রদর্শনী আগামী ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটির এক্সপো ভিলেজে অনুষ্ঠিত হবে। প্রদর্শনীগুলোর নলেজ পার্টনার হিসেবে যুক্ত থাকবে ইন্টেরিয়র ডিজাইন বাংলাদেশ (আইডিবি)।


বিজ্ঞাপন

প্রদর্শনীটিকে ‘৯ম বাংলাদেশ বিল্ডকন ২০২৫, বেস্ট সিএনসি রাউটার প্রেজেন্টস ‘৯ম বাংলাদেশ উড ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’ এবং ‘মেটাল ইন্ডাস্ট্রিজ এক্সপো ২০২৫’- এই তিনটি ভাগে উপস্থাপন করা হচ্ছে, যেখানে দেশ-বিদেশের অসংখ্য প্রতিষ্ঠানের হাজারও পণ্য প্রদর্শিতহবে।

ডঃ ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াসউদ্দিন হায়দার, মহাপরিচালক (অতিরিক্ত প্রধান প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর) হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করবেন। খাতসংশ্লিষ্ট বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আগামী বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর সকাল ১১টায় এক্সপো ভিলেজে আনুষ্ঠানিকভাবে প্রদর্শনীর পর্দা উঠবে।


বিজ্ঞাপন

এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর টিপু সুলতান ভূঁইয়া বলেন, “নির্মা তত্ত্ব ব্যা মেক্স বং কা ও আ বরপত্র সংশ্লিষ্ট শিল্পের প্রতিনিধিরা এই প্রদর্শনীতে এসে নতুন উদ্ভাবন, নেটওয়ার্কিং এবং ব্যবসায়িক সম্ভাবনার অনন্য প্ল্যাটফর্মে অংশ নেওয়ার সুযোগ পাবেন। এখানে এক ছাদের নিচে নির্মাণ সামগ্রী, ইন্টেরিয়র সল্যুশন, উডওয়ার্কিং মেশিনারি এবং ফার্নিচার সাপ্লাইসহ আধুনিক সব প্রযুক্তি ও পণ্য প্রদর্শিত হবে।”


বিজ্ঞাপন

নির্মাণশিল্প একটি চলমান কার্যক্রম হওয়ায় সংশ্লিষ্ট অংশীদাররা সবসময় এমন প্রযুক্তির খোঁজ করেন যা খরচ নিয়ন্ত্রণ, দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব সমাধানে সহায়ক হয়। এই প্রদর্শনী মূলত সেই বিষয় গুলোকে গুরত্ব দিয়েই সাজানো হয়েছে। অন্যদিকে, আসবাব খাতে অনেক অসংগঠিত ব্যবসায়ী রয়েছেন। ফলে এ খাতে আরো ভাল মানের পণ্য বাজারে আনতে সবসময় আধুনিকায়ন নিশ্চিত করার পাশাপাশি উৎপাদনের হারও বাড়াতে হয়। এ ক্ষেত্রে, বেস্ট সিএনসি রাউটার প্রেজেন্টস ৯ম বাংলাদেশ উড এক্সপো ২০২৫ এই খাতের একমাত্র ও অন্যতম শীর্ষস্থানীয় ট্রেডশো। ব্যবহারকারীদের দোরগোড়ায় বিশ্বমানের প্রযুক্তি পৌঁছে দিতে অন্যতম সহায়ক হিসেবে কাজ করে আসছে এই প্রদর্শনী

তিন দিনব্যাপী এ প্রদর্শনীতে ভারত, চীনসহ বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো অংশ নিচ্ছে। প্রদর্শনীতে নানা ধরনের পণ্য, যন্ত্রপাতি, যন্ত্রাংশ, কাঁচামাল ও সংশ্লিষ্ট পণ্য প্রদর্শিত হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-কন্সট্রাকশন মেশিনারি এন্ড ইকুইপমেন্ট, ব্যাচ প্ল্যান্ট, পাওয়ার টুলস, কংক্রিট ব্লক মেশিন, এইচডিপিই ফিটিংস, ইলেকট্রোফিউশন ফিটিং, পিপিআর ফিটিং, বিল্ডিং ক্ল্যাডিং, হলো, ইন্টারব্লকিং ব্রিক মেশিনস, অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, ইনসুলেটিং

গ্লাস প্রোডাকশন লাইন, ডেকোরেটিভ পিভিসি ফিল্ম ফর ডোরস এন্ড ওয়ালস ক্ল্যাডিংস, অ্যালুমিনিয়াম উইনডো ফেব্রিকেটিং মেশিন, প্লাস্টিক/ডব্লিউপিসি/ইউপিভিসি ডোরস, ফার্নিচার ও ওয়াল ক্ল্যাডিং ইত্যাদি।

এছাড়াও পিবিডি পাইপগ্লু, পাইপ ক্ল্যাম্প, ফ্লোর ড্রেন, ইউভি ফ্ল্যাটবেড প্রিন্টার, গ্লাস প্রিন্টার, উড বোর্ড প্রিন্টার, ডোর প্রিন্টার, ইউভি সিলিন্ডার প্রিন্টার, পিভিসি বল ভালভ, অ্যাঙ্গেল ভালভ ও ফিটিংস, বাট ফিউশন মেশিন, ব্যান্ডস’ মেশিন, ওয়ার্কশপ ফিটিং মেশিন, হটমেন্ট অ্যাঢেসিভ, কার্বন-ডাই-অক্সাইড, সিএনসি রাউটার, ফাইবার লেজার মেশিন, এজ ব্যান্ডিং মেশিন, পাইপ বেন্ডিং মেশিন, মেলামাইন গ্রেইন পেপারসহ সংশ্লিষ্ট একাধিক পণ্য প্রদর্শিত হবে।

সকল ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী। দর্শনার্থীরা প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিদর্শন করতে পারবেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *