কর্মস্থলেই ঈদ সংবাদকর্মীদের, উদ্বেগ-উৎকণ্ঠা পরিবারে

জাতীয় জীবন-যাপন

নিজস্ব প্রতিবেদক : করোনার এ দহনকালে ঈদ। উদ্বেগ উৎকণ্ঠার সঙ্গে নিত্য বসতি। পরিবারের সদস্যদের সান্নিধ্যে তবু ঈদের সময়টাতে একটু সুখ সময় কাটানো। এ সুযোগটাও পান না এমন মানুষের কাতারে আছেন দেশের গণমাধ্যমকর্মীরা।


বিজ্ঞাপন

অচেনা এ ভিন্ন সময়ে দায়িত্বশীলতার জায়গাটা যেন একটু বেশিই। সাথে থাকছে কাজ করতে গিয়ে নিজের পরিবারের সদস্যদের সংক্রমিত করার ঝুঁকিও। তবু কাজের মধ্যেই ঈদ উদযাপন করেছেন দেশের গণমাধ্যমকর্মীরা।

২৪ ঘণ্টা সজাগ গণমাধ্যমের চোখ। তাই অন্যরা যখন ঈদ আনন্দে মেতে থাকেন, তখনও নিজেদের উৎসব বিসর্জন দিয়ে কাজ চালিয়ে যেতে হয় সংবাদকর্মীদের।

এবারের প্রেক্ষাপট আরও ভিন্ন। শুধু করোনা ভাইরাসে আক্রান্তদের খবর দেয়া নয়, নিজেরাও খবর হচ্ছেন সংবাদকর্মীরা। এখন পর্যন্ত পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন প্রায় পৌনে ২শ’ সংবাদকর্মী, উপসর্গ নিয়ে মারা গেছেন ৪ জন।

পরিবারের মানুষগুলোকে সময় দিতে পারেন না, আগেকার ঈদের দিনগুলোতে এমন আফসোস ছিলো, এবার যোগ হয়েছে উৎকণ্ঠাও।

কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, তাই মাঠের দায়িত্ব কিংবা পরিবারের সান্নিধ্যে নয়, অনেকের ঈদের সময় কাটছে আইসোলেশানে এক ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে।

যে কোনো বিপর্যয়ের সময় সংবাদকর্মীদের চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হয়, ঈদের দিনগুলিতেও পিছু হটার সুযোগ নেই।

ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার মহাসচিব শাকিল আহমেদ বলেন, করোনা যুদ্ধে জয়ী হবার তথ্য জেনে সচেতন হলেই আমরা এই কঠিন সময় পার করতে পারবো। এজন্য আমরা সংবাদকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।