বাংলা‌দেশ ক্রাইম রি‌পোর্টাস সোসাই‌টির সাধারণ সম্পাদকের বিরু‌দ্ধে অপপ্রচা‌রের নিন্দা

অপরাধ জাতীয় রাজধানী

নিজস্ব প্রতিনিধি: যিনি সারাজীবন অপসাংবাদিকতা ও কার্ড বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, লেখালেখি করেছেন, দাড়িয়েছেন নির্যাতিত সাংবাদিকদের পাশে, সেই গুণী সাংবাদিক ও লেখক আবুল কালাম আজাদের বিরুদ্ধে একটি স্বার্থন্বেষী কুচক্রীমহল পরিকল্পিতভাবে অপপ্রচারে নেমেছে। আজ ১৪ই জুন রোজ রবিবার, “দৈনিক সময়ের আলো” নামে একটি পত্রিকা নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য নিবেদিত এই মানুষটিকে নিয়ে সম্পূর্ণ মিথ্যা, ভুয়া, কাল্পিনীক ও উদ্দেশ্যপ্রণোদিত একটি সংবাদ প্রচার করে যার হেডলাইন- “সাংবাদিক নিয়োগের নামে প্রতারণায় এবার সময়ের আলো’র লোগো ব্যবহার” সংবাদটি এতটাই দৃশ্যমান ও উদ্দেশ্যপ্রণোদিত যে, আবুল কালাম আজাদ জাতীয় দৈনিক আজকের আলোকিত সকাল’র ভারপ্রাপ্ত সম্পাদক এর দায়িত্ব পালন করছেন অথচ তারা আবুল কালাম আজাদকে তাদের পত্রিকার ভুয়া নিউজ এডিটর বানিয়ে একটি ভুয়া কার্ড তৈরীর মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত ও কাল্পনিক এ নিউজটি ছেপেছে।
এ প্রসঙ্গে আবুল কালাম আজাদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সারাজীবন অপসাংবাদিকতা ও কার্ড বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করে আজ তার এই পুরস্কার পেলাম। তিনি বলেন, সম্প্রতি সামাজিক ও সাংবাদিক সংগঠনকে কেন্দ্র করে একটি কুচক্রীমহল আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে যার শেষ প্রমাণ এই নিউজটি। তারা এতটা অদক্ষতার সাথে অপপ্রচার করছে যে আমার নামটিও ঠিকমতো লিখতে পারেনি।
আমার ব্যক্তিগত ও পেশাগত জীবনের কোথাও আমার নামের আগে এমডি বা মোঃ নাই অথচ এরা কার্ডটি তৈরী করেছে এমডি আবুল কালাম আজাদ নামে। আমার ব্লাড গ্রুপ হলো এ পজেটিভ অথচ কার্ডটিতে উল্লেখ করা হয়েছে বি পজেটিভ! এর চেয়ে দৃশ্যমান ষড়যন্ত্র আর কি হতে পারে? তিনি বলেন, এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমি দেশের সকল গণমাধ্যম ও সংবাদকর্মীদের সহযোগিতা চাই।
আবুল কালাম আজাদ একজন সাংবাদিক, লেখক ও সংগঠক। সম্প্রতি সমসাময়িক বিষয় নিয়ে লেখা “ঘুমন্ত বিবেক ও বাণিজ্যিক মানবতা” নামে তার একটি বই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এছাড়াও তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন, তিনি অনলাইন এডিটরস কাউন্সিল এর প্রতিষ্ঠাতা কার্যকরী সভাপতি, তিনি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এছাড়াও তিনি সামাজিক সংগঠন ভোলা সিটিজেন ফোরাম’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। এ ব‌্যপা‌রে বাংলা‌দেশ ক্রাইম রি‌পোর্টার্স সোসাই‌টির সভাপ‌তি ,মাহমুদুল হাসান ‌মোয়া‌জ্জেম ব‌লেন, আবুল কালাম আজাদ একজন নি‌বে‌দিত প্রাণ সাংবা‌দিক নেতা, এক‌টি কুচক্রী মহল তা‌কে হেয় প‌তিপন্ন কর‌তে এ‌হেন মিথ‌্যাচার ক‌রে যা‌চ্ছে আমরা এ ব‌্যপা‌রে আইনী পদ‌ক্ষেপ গ্রহন করবো।
তার বিরুদ্ধে এমন পরিকল্পিত অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন, বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
সাংবাদিক আবুল কালাম আজাদের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র ও অপপ্রচারের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান এসকল সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন