পাপুলের ব্যাংক লেনদেনের তথ্য চেয়েছে এনবিআর

অপরাধ আইন ও আদালত আন্তর্জাতিক

নিজস্ব প্রতিবেদক : কুয়েতে আটক লক্ষ্মীপুর-২ আসনের আলোচিত স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহীদ ইসলাম পাপুলের ব্যাংক লেনদেনের বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। মঙ্গলবার দেশের সব তফসিলি ব্যাংকের কাছে সিআইসি এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছে।
চিঠিতে পাপুল ছাড়াও তার স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলামের ব্যাংক লেনদেনের তথ্যও জানতে চাওয়া হয়েছে।
চিঠি পাঠানোর সত্যতা নিশ্চিত করে সিআইসির মহা-পরিচালক আলমগীর হোসেন বলেন, এমপি পাপুল ও তার স্ত্রীর ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে (মঙ্গলবার) আমরা ব্যাংকগুলোর কাছে চিঠি পাঠিয়েছি।
এর আগে গত সোমবার দুদকও একইভাবে পাপুল, তার স্ত্রী, কন্যা ও একজন অত্মীয়ের ব্যাংক লেনদেনের তথ্য জনানোর জন্য চিঠি দেয়।
প্রসঙ্গত, কাজী শহীদ ইসলাম পাপুল দীর্ঘদিন ধরে কুয়েতে বিভিন্ন ব্যবসায়ের সঙ্গে জড়িত রয়েছেন। সম্প্রতি তিনি দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। এরপর তার বিরুদ্ধে মানব পাচারসহ বেশ কিছু অভিযোগ আনা হয়। তাকে নিয়ে এখন সরব মধ্যপ্রাচ্য ও বাংলাদেশের গণমাধ্যম।


বিজ্ঞাপন