নিজস্ব প্রতিবেদক: ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা দুদিনের সফরে ঢাকায় এসেছেন। মঙ্গলবার একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। এ বিষয়ে ঢাকায় ভারতের হাইকমিশন এক বার্তায় বলেছে, ভারতের পররাষ্ট্র সচিব হর্ষ বর্ধন শ্রিংলা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করতে ও দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নিতে দুদিনের সফরে (১৮-১৯ আগস্ট) ঢাকায় এসেছেন।
এর আগে গত মার্চে ঢাকা সফর করেছেন ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে যাওয়া এ পররাষ্ট্র সচিব।
সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিশেষ বার্তা নিয়েই শ্রিংলার ঢাকা সফর। ২০১৯ সালে শেখ হাসিনার ভারত সফরের সময় মোদির সঙ্গে তার শেষ সাক্ষাৎ হয়।