গোলকধাঁধায় বাংলাদেশ

এইমাত্র জাতীয় জীবন-যাপন জীবনী সারাদেশ স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : রোববার পর্যন্ত দেশে মোট রোগী শনাক্ত হয়েছেন দুই লাখ ৯৪ হাজার ৫৯৮ জন। ওয়ার্ল্ডমিটারের তথ্য অনুযায়ী, করোনা সংক্রমণের দিক দিয়ে এশিয়ায় বাংলাদেশের অবস্থান তৃতীয় আর বিশ্বে ১৬তম। এছাড়া নতুন রোগী শনাক্তের পরিসংখ্যানে বাংলাদেশের অবস্থান এখন ৬-এ। আর করোনা সক্রিয় রোগীর তালিকায় অবস্থান ৯-এ।
বিশেষজ্ঞরা বলছেন, দেশে দীর্ঘদিন ধরেই সংক্রমণ ও আক্রান্ত হয়ে মৃত্যু একটানা চলছে। অনেক বেশি উপরেও উঠছে না, আবার নিচেও নামছে। সংক্রমণ একেবারে নিয়ন্ত্রণে আনতে যেসব কার্যক্রম নেওয়া হচ্ছে সেগুলো শতভাগ সফল হচ্ছে না। এজন্যই একটানা চলছে। দেশে করোনার সার্বিক চিত্র পাওয়া গেলে সংক্রমণ কোথায় রয়েছে সেটা কিছুটা হলেও বলা যেত। আর এ কারণেই দেশে করোনা পরিস্থিতি কোন অবস্থাতে রয়েছে সেটা বলা যাচ্ছে না। ফলে দেশে করোনা নিয়ে একটা গোলকধাঁধা পরিস্থিতি বিরাজ করছে।
বাংলাদেশে করোনার চিত্রকে ‘পিকিউলিয়ার’ বলে মন্তব্য করে স্বাস্থ্য অধিদফতরের সাবেক পরিচালক অধ্যাপক ডা. বে-নজির আহমেদ। তিনি বলেন, ‘আমি বিভিন্ন দেশের গ্রাফ পর্যালোচনা করে দেখছি বাংলাদেশের সঙ্গে ইরানের কিছুটা মিল রয়েছে। তবে কোনও কোনও দেশে সংক্রমণের সংখ্যা অনেক উপরে উঠছে, আমাদের দেশে সেটা হচ্ছে না। কিন্তু আবার অনেক দেশ যে সংক্রমণ কমে আনছে সেটাও হচ্ছে না।’
চীন করোনা মোকাবিলায় শতভাগ সফল একটি দেশ মন্তব্য করে অধ্যাপক বে-নজির আহমেদ বলেন, ‘আবার ইউরোপের দেশগুলোতে প্রথম দিকে নাস্তানাবুদ হয়েছে, তাদের মৃত্যুহারও বেশি। কিন্তু তারাও একসময় সেটা নিয়ন্ত্রণে করতে পেরেছিল। যদিও তাদের সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে।’
আবার লাতিন আমেরিকার দেশগুলোয় একটানা রোগী বেড়েই চলেছে, তাদের আরেক ধরনের চিত্র। কিন্তু এশিয়ার দেশগুলোতে ভারত ছাড়া বাংলাদেশ, ইন্দোনেশিয়া, নেপালে ক্রমাগত রোগী বাড়ছে, কিন্তু তীব্রতা নেই রোগের।
তিনি বলেন, ‘আমরা একটা গোলকধাঁধার মধ্যে আছি। তীব্র গতিতে রোগীর ঊর্ধ্বগতি সেটাও না। কিন্তু এটা কোনদিকে যাবে, কোনদিকে মোড় নেবে যাবে- সেটা ভাবনার বিষয়। কারণ এখন যে ঢেউ চলছে তার ওপর আরেকটা ঢেউ এসে গেল-যাকে সুপার ইম্পোজড বলা হয়, সেরকম হতে পারে।’
সেটা কবে নাগাদ হবে প্রশ্নে তিনি বলেন, ‘এটার নিশ্চয়তা নেই।’ কারণ হিসেবে তিনি বলেন, ‘যদি আমরা সবকিছুর চিত্র পেতাম, সবকিছু নিয়ে সার্ভে হতো তাহলে কিছুটা হলেও বলা যেত। সিদ্ধান্ত নেওয়া যেত কোন পর্যায়ে রয়েছে করোনা বা কী হতে যাচ্ছে। কিন্তু কোনও বৈজ্ঞানিক কর্মকা- নেই বললেই চলে দেশে। তাই কোনও সিদ্ধান্তে আসা যাচ্ছে না।’
দেশে করোনা মোকাবিলার পরিকল্পনা হয়েছে একটা। কিন্তু কাজ হয়েছে আরেকটা মন্তব্য করেছেন আইইডিসিআরের উপদেষ্টা ডা. মুশতাক হোসেন বলেন, ‘পরিকল্পনা ছিল যখন মহামারির চতুর্থ স্তরে যাবে, কমিউনিটি ট্রান্সমিশন শুরু হবে তখন সোস্যাল ডিসটেন্সিং করা হবে। কিন্তু দ্বিতীয় পর্যায়ে সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। পিকের জন্য আমরা অপেক্ষা করছিলাম। মহামারির অবস্থা বোঝার জন্য সারাদেশে যে পরীক্ষা করা হচ্ছে, আমি মনে করি তা যথেষ্ট। ইন্টারভেন্ট করার কারণে পিক বোঝা যায়নি, কিন্তু কেস বাড়ছে। সেভাবে পিক না হলেও সংক্রমণ ওঠা-নামা করেছে আর সেটা একটা রেঞ্জের মধ্যেই। একইসঙ্গে মাইল্ড কেস ডিটেকশনের মধ্যে আসছে না, অধিকাংশ তারা বাসাতে আছে, পরীক্ষা করাচ্ছে না।’
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ৮ মার্চ। আর প্রথম করোনা আক্রান্ত হয়ে মারা যায় ১৮ মার্চ। প্রথম রোগী শনাক্ত হওয়ার পরবর্তী ১০০ জন শনাক্ত হয় ৬ এপ্রিল, এক হাজার ১৪ এপ্রিল, ১০ হাজার ৩ মে, ২৫ হাজার ১৮ মে, ৫০ হাজার ১ জুন, ৭৫ হাজার শনাক্ত হয় ১১ জুন। করোনা শনাক্তের পর ১০৩ দিনে ১৮ জুন এক লাখ ছাড়ায় শনাক্তের সংখ্যা। এর ঠিক একমাস পর ১৮ জুলাই শনাক্তের সংখ্যা দুই লাখ ছাড়ায়।
ডা. মুশতাক বলেন, জুনে রোগী বেশি ছিল। জুলাইতে নমুনা পরীক্ষার ফি র্নিধারণ, মানুষের আস্থাহীনতা, কিট সংকট, পরীক্ষা করাতে নানান ভোগান্তির কারণে রোগীর সংখ্যা নেমে গেল। আগস্ট মাসের শুরুর দিকে হাসপাতালে রোগী সংখ্যা কমে গেলেও এখন আবার বাড়ছে।
করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯৭৩ জন। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তির তথ্য মতে, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১০ হাজার ৯৫৯টি নমুনা সংগ্রহ এবং ১০ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৪ লাখ ৪২ হাজার ৬৫৬টি। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন তিন হাজার ৯৪১ জনে এবং মোট রোগী শনাক্ত হয়েছেন দুই লাখ ৯৪ হাজার ৫৯৮ জন।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ২৪ জন এবং নারী ১০ জন। এদের মধ্যে ঢাকায় ১৮ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ৪ জন, বরিশালে ১ জন, সিলেটে ৪ জন, রংপুরে ২ জন রয়েছেন।
২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ২৭ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ২০ দশমিক ৪২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০ দশমিক ৭৯ শতাংশ এবং মৃত্যুহার এক দশমিক ৩৪ শতাংশ।
এটা গত কোরনানির ঈদের কারণে হচ্ছে কিনা জানতে চাইলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও কোভিড-১৯ বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির সদস্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন, ‘ঈদে চলাচলের শিথিলতা, পশুর হাটের কারণে সংক্রমণের হার বাড়বে। কিন্তু সেটা বাড়ছে না। যার ঈদের ইফেক্ট বোঝা যাচ্ছে না। বাংলাদেশে ২৫ মে থেকে সংক্রমণের হার ২০ শতাংশের উপরে উঠেছে। সেটা কিছুটা উঠা-নামা করছে। যদিও এটা ফ্ল্যাট কিন্তু এটাই পিক।’
তিনি বলেন, ‘এখন যদি কমাতে পারা যায় কিন্তু সেটা কঠিন হবে। কারণ গণপরিবহনে যত সিট তত যাত্রী নিয়ে চলছে, দোকান খোলা, অফিস চলছে আগের মতো, স্বাস্থ্য অধিদফতরের বুলেটিন বন্ধ হয়েছে, করোনা এমনিতেই চলে যাবে বলে মন্তব্য এসেছে নীতিনির্ধারকদের কাছ থেকে। এসব কারণে মানুষ আর এখন করোনাকে ভয় পায় না। এছাড়া মানুষ স্বাস্থ্যবিধি মানছে না, মাস্ক পরছে না। তাতে করে করোনা কমবে না, এমনই থাকবে। অন্যান্য দেশে যেরকম পিকের চিত্র আমরা দেখেছি, সেভাবে দেশে হয়নি। রোগী কমাতে পারিনি, কার্যকর লকডাউন করা যায়নি। করোনার গোলকধাঁধায় চলছে দেশ।’


বিজ্ঞাপন