আলুর মজুদ পরিস্থিতি ও দাম নিয়ন্ত্রণে বিশেষ অভিযান

ঢাকা সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : আজ ১৫ অক্টোবর ২০২০ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এর নেতৃত্বে মুন্সীগঞ্জ সদরের এর মুক্তারপুর ও তেলের পাম্প এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
আলুর মজুদ পরিস্থিতি ও দাম মনিটরিং এর জন্য মুক্তারপুর ফেরিঘাট ও পশ্চিম মুক্তারপুর এলাকায় চারটি কোল্ডস্টোরেজে অভিযান পরিচালনা করা হয়। মজুদকৃত আলু দ্রুত বাজারে সরবরাহের জন্য কৃষক ও ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়।
এছাড়া তেলের পাম্প এলাকায় মূল্য তালিকা প্রদর্শন না করায় একটি খাবার হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করেন ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জ এর একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


বিজ্ঞাপন