বিশেষ প্রতিবেদক : স্বাস্থ্য অধিদফতরের প্রশাসনিক কর্মকর্তা আবজাল হোসেন বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় দ্বিতীয় দফা রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এ আদেশ দেন। আদালতের দুদকের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।
গত ২রা সেপ্টেম্বর দুদকের পৃথক দুই মামলায় ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। প্রথম দফায় ৭ দিনের রিমান্ড শেষে ২০ সেপ্টেম্বর কারাগারে পাঠানোর আদেশ দেন। দ্বিতীয় দফার রিমান্ডে শেষে গতকাল সোমবার কারাগারে পাঠিয়েছেন আদালত।
২০১৯ সালের ২৭ জুন দুদক উপপরিচালক তৌফিকুল ইসলাম বাদী হয়ে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ কার্যালয়ে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দু’টি করেন। আবজাল দম্পতির বিরুদ্ধে ৩৬ কোটি ৩০ লাখ ৬১ হাজার ৪৯৩ টাকার অবৈধ সম্পদ অর্জন ও ভোগ দখলে রাখার অভিযোগ করা হয়।