দুদক এনফোর্সমেন্ট ইউনিটের অভিযান

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক : দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে সারাদেশে বুধবার ৯টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ (২টি অভিযান, ৭ দপ্তরে পত্র প্রেরণ) করা হয়েছে।


বিজ্ঞাপন

ময়মনসিংহে ইটভাটা সরকারি ভ্যাট ফাঁকি এবং এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার অভিযোগে অভিযান পরিচালনা করেছে দুদক। দুদক অভিযোগ কেন্দ্রে (হটলাইন- ১০৬) আগত অভিযোগের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রাম প্রসাদ মন্ডল -এর নেতৃত্বে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্তৃপক্ষ, ময়মনসিংহ -এর সদস্যদের সমন্বয়ে বুধবার এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে টিম অভিযোগ সংশ্লিষ্ট এবিসি ব্রিকফিল্ডের ভ্যাট প্রদান সংক্রান্ত নথিপত্র খতিয়ে দেখে। ৪ মাসের নথি প্রাথমিক যাচাইয়ে জাল মুসক বই ব্যবহার করে প্রায় ৩০-৪০% ভ্যাট ফাঁকি দেয়া হয়েছে মর্মে টিমের নিকট প্রতীয়মান হয়। টিম বিস্তারিত তথ্যানুসন্ধানের জন্য ২০১৬ সাল হতে ভ্যাট প্রদানের নথি সংগ্রহ করে। নথিসমূহ যাচাইপূর্বক অভিযোগের বিষয়ে বিদ্যমান ভ্যাট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষকে সুপারিশ করবে দুদক টিম।