ডিমলায় ঘরের জন্য বৃদ্ধা মহিলার মানবিক আবেদন

জাতীয় সারাদেশ

নীলফামারী প্রতিনিধি: জমিরন বেওয়া(৭০) শ্রবণ প্রতিবন্ধী।তিনি নীলফামারী জেলার নাউতারা ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের বাসিন্দা। অপরের জমিতে ফাকা একটি বাঁশঝাড়ের নিচে ভাঙ্গা চালায় দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে।


বিজ্ঞাপন

বয়সের ভাড়ে নুয়ে পড়া এই বৃদ্ধা মহিলা কখনো বৃষ্টিতে ভিজে,কখনো ঝড় ঝাপটার ও শীতের মধ্যে নিদারুন কষ্টে দিনযাপন করেন। ঘরে নেই বিদ্যুুৎ এর আলো।

আয়ের কোন উৎস নেই তার, গ্রামের বিত্তবানদের দেয়া খাবারে দিন যায়, কখনো খাবার না পেলে শালিকের ন্যায় প্রত্যাহ তার দিন কাটে ক্ষুধার তীব্র যন্ত্রণায়। নির্দিষ্ট বয়স পেরিয়ে গেলেও ভাগ্যে জোটেনি বয়স্ক,বিধবা কিংবা প্রতিবন্ধী ভাতা কার্ড !!

জীবন এখন তার কাছে সবচেয়ে বড় বোঝা,হয়তো তিনি না খেতে পেয়ে একদিন ঠিকই ঘরে মরে পড়ে থাকবেন আমরা কেউ জানতেই পারবোনা!!
তখন কি এই পৃথিবী আমাদের ক্ষমা করবে?

কোন সহৃদয়বান ব্যাক্তি যদি বৃদ্ধার সাহায্য এগিয়ে আসেন তাহলে তার শেষ কয়টা দিন হয়তো একটু ভালোভাবে বেঁচে থাকা হতো!!