কালীগঞ্জে বিট পুলিশিং কার্যক্রমের অফিস উদ্বোধন

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : ঝিনাইদহ জেলায় কালীগঞ্জ উপজেলায় বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। অপরাধ প্রতিরোধে জনগণের সম্পৃক্ততা বাড়াতে বিট পুলিশিং কার্যক্রমের অফিস উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন

কালীগঞ্জ জেলা পরিষদ অডিটোরিয়াম হলো রুমে বিট পুলিশিং অফিস উদ্বোধন করেন ঝিনাইদহ পুলিশ সুপার হাসানুজ্জামান পিপি এম।


বিজ্ঞাপন

জানা গেছে, পুলিশি সেবা জনগণের দ্বারপ্রান্তে নিয়ে যেতে বিট পুলিশিং কার্যক্রমের যাত্রা। ‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’ স্লোগানকে সামনে রেখে উপজেলার সরকারি ভূষণ হাইস্কুল মাঠে জেলা পরিষদ অডিটোরিয়াম বিট পুলিশিং অফিস উদ্বোধন করা হয়। এরপর কাশিপুর রেলগেট,কলাহাটার মোড়ে উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন,কালীগঞ্জ মোট ১৩টি বিট পুলিশিং করা হবে।

প্রতিটি ইউনিয়নের গ্রাম পর্যায়ে বিট পুলিশিং অফিস চালু করা হবে। পুলিশি সেবাকে জনগণের দোড়গোড়ায় নিয়ে যেতে আমাদের এ কার্যক্রম। বিট পুলিশিংয়ের মাধ্যমে অপরাধ কমিয়ে আনতে জনগণের সঙ্গে পুলিশের নিবিড় সম্পর্ক তৈরি হবে। এতে মাদকসহ সব ধরনের সামাজিক অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ,কালীগঞ্জ থানা ইনচার্জ মাহফুজুর রহমান, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন,সোনার বাংলা ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক শিবুপদ বিশ্বাস।