৪০ শতাংশ পুরুষ সাইবার বুলিং ও সাইবার হামলার শিকার

অপরাধ

 

বিশ্ব পুরুষ দিবস

 

 

নিজস্ব প্রতিবেদক : আজ বিশ্ব পুরুষ দিবসের “এইড ফর মেনস ফাউন্ডেশন” কর্তৃক আয়োজিত ঢাকা রিপোর্টারর্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে মহিউদ্দিন আহমেদ বলেন, মূলত ১৯২২ সালে সোভিয়েত ইউনিয়ন পুরুষ দিবস পালন করে রেড আর্মি এন্ড নেভি ডে হিসেবে। পুরুষদের আত্ম-মর্যাদা, ত্যাগ ও আত্ম দানের প্রতি সম্মান রেখেই দিবসটি পালন করা হয়। পরবর্তীতে টমাস আটার নামের এক ব্যক্তি ১৯৯২ সালের ৭ই ফেব্রুয়ারি পুরুষ দিবস পালন করে। এর ধারাবাহিকতায় ১৯৯৯ এর ত্রিনিদাদ এন্ড টোবাগো তে এ বিশেষ দিন উদ্যাপন করা হয়। ২০০২ সালে এই দিবসটির নামকরণ করা হয় ডিফেডান্ডার অব দ্যা ফাদারল্যান্ড ডে হিসেবে। বর্তমানে সারাবিশ্বে ১৯ নভেম্বর বিশ্ব পুরুষ দিবস পালন করা হচ্ছে।


বিজ্ঞাপন

মহিউদ্দিন আহমেদ বলেন, এ দিবসের অর্থ নারী বিদ্বেষী বা নারী অধিকারের প্রতিদন্দ্বী নয়। বর্তমানে নারীর নির্যাতনের পাশাপাশি পুরুষ নির্যাতনের সংখ্যাও অধিক। তথ্য প্রযুক্তির যুগে পুরুষরাও প্রায় ৪০ শতাংশ পুরুষ সাইবার বুলিং ও সাইবার হামলার শিকার। এ বিষয়টি সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীকেও মাথায় রেখে কাজ করতে হবে। নারী নির্যাতন ও ধর্ষণ বিরোধী যে আইন তৈরি হয়েছে তা যাতে কোন ভাবে নিরপরাধ ও নিরীহ কোন পুরুষের বিরুদ্ধে ব্যবহার করা না হয় তা নিশ্চয়তা সরকারকে নিশ্চিত করতে হবে। এর জন্য প্রয়োজনবোধে পুরুষ অধিকার রক্ষায় আইন তৈরি করা যেতে পারে।


বিজ্ঞাপন