ধ্বংসস্তূপ সাততলা বস্তি

জাতীয় জীবন-যাপন রাজধানী

আগুন নিয়ন্ত্রণে 

 

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীতে সাততলা বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের এক ডজনের বেশি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় রাত সোয়া একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।


বিজ্ঞাপন

বস্তি এলাকায় বেশ কিছু পাকা বাড়ি এবং একটি বাজার রয়েছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, প্রায় ৩০০ দোকান ও বস্তিঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছ। পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।


বিজ্ঞাপন

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান জানান, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি। কোনো প্রাণহানির খবরও পাওয়া যয়িনি। আগুন লাগার ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হবে বলেও জানিয়েছেন তিনি।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, ক্ষয়ক্ষতি পরিমাণ পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে রাত আনুমানিক পৌনে ১২ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, মহাখালী সংক্রমণ ব্যাধি হাসপাতালে সামনে সাততালা বস্তিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটকে পাঠানো হয়।

তবে আগুনের গতিবেগ বেশি হওয়ায় পরে আরও চারটি ইউনিট যোগ করা হয়। পরে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের আরো তিনটি ইউনিট পাঠালে তারা কাজ শুরু করে।