মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণের অভিযান

অপরাধ আইন ও আদালত সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : মঙ্গলবার বানিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক এর নেতৃত্বে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলায় আলমপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়।


বিজ্ঞাপন

২টি মিষ্টির দোকান ও ২টি ফার্মেসিতে অভিযান পরিচালনা করা হয়। দেখা যায় মিষ্টির দোকানে দই তৈরিতে ক্ষতিকর ননফুডগ্রেড কালার ব্যবহার করা হচ্ছে ও মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। ২টি ওষুধের দোকানে বহু আগের মেয়াদোত্তীর্ন ওষুধ বিক্রয়ের জন্য প্রদর্শন করতে দেখা যায়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দোকানটি ৪টিকে জরিমানা করা হয়।


বিজ্ঞাপন

অভিযানে সহায়তা করেন শ্রীনগর থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ।
জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।