বিএসটিআই’র অভিযান

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিনিধি : বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তার এর নেতৃত্বে ডিএমপি পুলিশ এর সহযোগীতায় ২৪-১১-২০২০ তারিখে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।অভিযানে (১) মোঃ মেহেদি হাসান, ম্যানেজার, মিথ, বাড়ী-৮, আদাবর, মোহাম্মদপুর, ঢাকা (২) মোঃ আবু সুফিয়ান, ম্যানেজার, ইউনিক্লো সোস্যাল বিজনেস বাংলাদেশ লি:, ২৪/১১, ব্লক-সি, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা ও (৩) মাজরেকুর রহমান, ম্যানেজার, ওরিয়ন ফুটওয়্যার লি:, ২৪/৯, তাজমহল রোড, মোহাম্মদপুর, ঢাকা-কে কাপড়ের রং এর স্থায়ীত্ব পণ্যের অনুকূলে বিএসটিআই’র সিএম লাইসেন্স ব্যতিত সূতী এর পোষাক তৈরী, বিক্রয় ও বাজারজাত করার অপরাধে প্রত্যেককে ২৫,০০০.০০ টাকা করে মোট ৭৫,০০০.০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও অত্র এলাকায় আশেপাশে অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানকে সর্তক করা হয় এবং বিএসটিআই’র আইন মেনে ব্যবসা পরিচালনা করার জন্য পরামর্শ দেয়া হয়। বর্ণিত অভিযানে বিএসটিআই’র কর্মকর্তা শহিদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) ও শরীফুল ইসলাম, পরীক্ষক (টেক্সটাইল) অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন