পাঁচ হাজার পিস ইয়াবাসহ চট্টগ্রামে গ্রেফতার ২

অপরাধ চট্টগ্রাম

আজকের দেশ ডেস্ক : চট্টগ্রামে অভিযান চালিয়ে সাড়ে পাঁচ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলেন আবদুর রহিম এবং নুরুল আলম। শুক্রবার নগরীর বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।


বিজ্ঞাপন

মেট্রোপলিটন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর নতুন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবাসহ রহিমকে গ্রেফতার করা হয়। দিনের অপর একটি অভিযানে ৫শ পিস ইয়াবাসহ নুরুল আলমকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


বিজ্ঞাপন