নিজস্ব প্রতিবেদক : ফেসবুক আইডি রিকভারের প্রলোভন দেখিয়ে ভিকটিমের নিজস্ব ফেসবুক আইডি হ্যাক করে সংঘবদ্ধ হ্যাকার চক্র। পরবর্তীতে ভিকটিমের ব্যাক্তিগত ছবি এডিট করে বিকৃতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় চক্রটি। এছাড়া ভিকটিম ও তার পরিবারকে জিম্মি করে মোটা অংকের টাকাও দাবী করে।
ভিকটিম উল্লেখিত বিষয়ে সিএমপি’র হালিশহর থানার মামলা নং-০৪, তারিখ-০৩/১২/২০২০ইং, ধারা-ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮ এর ২৪(১)(ক)/ ২৫(১)(ক)/৩৪(১) দায়ের করেন। পরবর্তীতে কাউন্টার টেরোরিজম ইউনিটের সাইবার ক্রাইমের একটি টিম তথ্য প্রযুক্তির সহায়তায় উক্ত হ্যাকারকে সনাক্ত পূর্বক হবিগঞ্জ জেলার হবিগঞ্জ সদর থানাধীন মাহমুদাবাদ এলাকা হতে ০৪/১২/২০২০ইং তারিখ সকাল ০৯.৪৫ ঘটিকায় ১। আসাদুজ্জামান পলাশ (২১) এবং সহযোগী তার স্ত্রী ২। সাদিয়া সরকার (২১) কে গ্রেফতার করেন। উক্ত অভিযানে কাউন্টার টেরিজম ইউনিট এর সাইবার ক্রাইম টিমকে সহায়তা করেন হবিগঞ্জ জেলার গোয়েন্দা বিভাগ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন ফেইসবুক আইডি রিকভার করে দেওয়ার নামে ফেইজবুক পেইজ বুস্ট,ফেইসবুক আইডি ভেরিফাইড এবং পেইজের ফলোয়ার বাড়ানোর চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে কৌশলে আইডি হ্যাক করে বিভিন্ন ফেইসবুক আইডি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ছবি, ভিডিও সংরক্ষন করে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি প্রদান ও প্রতারনাপূর্বক বিকাশের মাধ্যমের টাকা হাতিয়ে নিয়েছে মর্মে স্বীকার করে। তাদের হেফাজত হতে অত্র ঘটনায় ব্যবহৃত দুইটি এ্যান্ড্রয়েড মোবাইল সেট, ৬টি ভূয়া রেজিষ্টার্ড সীম কার্ড যা বিকাশে টাকা হাতিয়ে নেওয়ার কাজে ব্যবহৃত হয় ও একটি মেমোরী কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইল ডিভাইসগুলি প্রাথমিকভাবে পর্যালোচনায় মোবাইলের ফেইসবুক অ্যাপসে বিভিন্ন নামের লোকজনের অন্তত অর্ধশত ফেইসবুক আইডির লগ ইন এবং হ্যাকিং সংক্রান্তে তথ্য পাওয়া যায়।