বয়সের ভার যখন হেরে যায় জীবিকার তাগিদের কাছে !

সারাদেশ

আজকের দেশ রিপোর্ট : গরু যখন তেলের ঘানি টানার কথা, তখন অর্থের অভাবে তেলের ঘানি নিজের কাঁধে নিয়ে টেনে চলছেন এক বৃদ্ধ দম্পতি।


বিজ্ঞাপন

সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের বিলধলি গ্রামের লোকমান হোসেন (৬৫) এবং তার স্ত্রী মরিয়ম বেগম (৫০) গত ৩০ বছর ধরে সরিষার তেলের ঘানি টানছেন। দিনে আট থেকে থেকে দশ ঘন্টা এই অমানুষিক পরিশ্রম করছেন তারা । এরইমধ্যে বৃদ্ধ লোকমান হোসেনের একবার ব্রেন স্ট্রোক হয় এবং স্মৃতিশক্তি কিছুটা লোপ পায়। আর বৃদ্ধা মরিয়ম বেগম কিডনি জনিত সমস্যায় ভুগছেন।
কিন্তু ক্ষুদার কাছে তুচ্ছ এসব ।

তেলের ঘানি টানা সামান্য আয়ে শুধু ডাল- ভাতের ই ব্যবস্থা করতে পেরেছেন, ৩০ বছরেও কিনতে পারেননি একটি গরু।

র‍্যাব -১২ এই খবরটি জানতে পেরে বৃদ্ধ দম্পতির পাশে দাঁড়ানোর ক্ষুদ্র প্রয়াস হিসাবে তাদের হাতে উপহার হিসেবে তুলে দেয় একটি গরু।

গরু পাওয়ার পর লোকমান হোসেনের কান্নাভেজা কন্ঠই আমাদেরকে বলে দিয়েছে তিনি কতটুকু খুশি হয়েছেন।

ধন্যবাদ মহিউদ্দিন মিরাজ এবং তার সাথে সংশ্লিষ্ট র‍্যাব-১২ এর সদস্যবৃন্দকে।