বিদেশি মদসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ

 

নিজস্ব প্রতিনিধি : ২২ ডিসেম্বর ২০২০ তারিখ ২০.০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর পূর্ব শেওড়াপাড়া এলাকার সিউল রেস্টুরেন্টের আন্ডারগ্রাউন্ডের ইলেক্ট্রিক সাব-স্টেশনে অভিযান পরিচালনা করে ২০০০ ক্যান বিয়ার, ০৯ বোতল বিদেশী মদ, ১১ টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ৬০,১৩৮/- টাকাসহ নিম্নোক্ত ৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।


বিজ্ঞাপন

১। সোহাগ আহম্মেদ (৩৪), জেলা-কুষ্টিয়া
২। সাগর মৃধা (২৮), জেলা-মুন্সিগঞ্জ
৩। শরিফুল আমিন (৩৭), জেলা-ময়মনসিংহ
৪। আনোয়ার চকাদার (৩০), জেলা-মুন্সিগঞ্জ
৫। জাহাঙ্গীর দেওয়ান (৩২), জেলা-মুন্সিগঞ্জ
৬। মনিরুল ইসলাম (৩৫), জেলা-নড়াইল
৭। চার্লস সরকার (৫৫), জেলা-বরিশাল।


বিজ্ঞাপন

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তিরা তাদের কৃত অপরাধ স্বীকার করার পাশাপাশি জানায় যে, তারা উক্ত ভবনের আন্ডারগ্রাউন্ডের গোপন চেম্বারে মাদক সংরক্ষণ এবং ঢাকার বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা বিক্রয়কারীদের নিকট বিক্রয় করে আসছিলো।

উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।