পুরান ঢাকার মাদক ব্যবসায়ী রোকন ঢালি গ্রেফতার

অপরাধ আইন ও আদালত রাজধানী

নিজস্ব প্রতিবেদক: পুরান ঢাকার চিহ্নিত মাদক ব্যাবসা ও পুলিশের সোর্স রোকন ঢালি গত ২৪ ডিসেম্বর মাদক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
শরীয়তপুরের সখীপুর থানার চার চান্দ উকিল কান্দি গ্রামের নজরুল ঢালির ছেলে রোকন ঢালী দীর্ঘদিন যাবৎ পুরান ঢাকা বাবু বাজার এলাকায় পুলিশের সোর্স হিসেবে চাঁদাবাজির শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছেন বলে জানা গেছে। গোপনে প্রসারিত করেছেন তার মাদক ব্যবসা। হয়েছেন অঢেল অর্থের মালিক।
জানা যায়, বাবুবাজার এলাকার জাকির হোসেন রনির ভারাটিয়া রোকন ঢালি ২৫/৭/২০২০ তরিখে ৫৫ বোতল বিদেশি মদ ও ৬৬ খালি বোতলসহ গ্রেফতার হয় এই চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী। তার নামে চকবাজার থানায় একটি মামলা চলমান রয়েছে। মামলা নং-৫৬, তারিখ-২৫/৭/২০২০। জমিনে বেরিয়ে ফের শুরু করে মাদক বিক্রি। রোকন ঢালির নিজের তৈরি করা মদ খেয়ে মারা যান আবদুর রহমান নামের একজন। সেই মামলায় গতকাল এসআই প্রদীপ গ্রেফতার করে রোকন ঢালিকে। তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। আদলত রোকন ঢালিকে কারাগারে প্রেরণ করেন।


বিজ্ঞাপন