মুজিব হত্যার ষড়যন্ত্র

জাতীয়

 

নিজস্ব প্রতিবেদক : একটা ঘটনা বলছি। উনিশ শ’ একাত্তরের তের ডিসেম্বর থেকে আবেগে উত্তেজনায় টগবগ করছে মুজিবনগর। সর্বত্র গেরিলাদের হাতে প্রচন্ড মার খাচ্ছে পাকিস্তানি সৈন্যবাহিনী। একের পর এক এলাকা জয় করে নিচ্ছেন সেক্টর কমান্ডাররা। মিত্রবাহিনী এখন শত্রুকে শেষ-ধাক্কা দিতে ব্যস্ত। মুক্ত হচ্ছে জেলার পর জেলা। দশদিনের মধ্যে পাক দখলদার বাহিনী আত্মসমর্পণের আবেদন জানায়। এদিকে মিত্রবাহিনী আর সিদ্দিকীর কাদেরিয়া বাহিনী সাঁড়াশির মতো ঘিরে ফেলেছে ঢাকা শহরকে। পনের তারিখ ঘোষিত হল, জেনারেল নিয়াজী ওই দিনই ঢাকা রেসকোর্স ময়দানে তার তিরানব্বই হাজার সৈন্য নিয়ে আত্মসমর্পণ করছেন।


বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী তাজউদ্দীন এই আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কর্নেল ওসমানীকে উপস্থিত থাকতে বললেন। কিন্তু বিস্ময়কর ব্যাপার, ওসমানী তার অক্ষমতা জ্ঞাপন করল। শেষমুহূর্তে তাজউদ্দীন চীফ অব এয়ার স্টাফ এ কে খোন্দকারকে পাঠালেন ঢাকায়। ওই অনুষ্ঠানের আলোক-চিত্রাবলির মধ্যে একটিতেও ওসমানীর মুখখানা দেখতে পাওয়া গেল না।


বিজ্ঞাপন

সূত্র- মুজিব হত্যার ষড়যন্ত্র
পৃষ্ঠাঃ ৩৩