যশোর প্রতিনিধি : যশোরের বর্ষীয়ান রাজনীতিবীদ, সাবেক প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং পৌরসভার চেয়ারম্যান খালেদুর রহমান টিটো শেষ শ্রদ্ধা ও ভালোবাসায় চিরো বিদায় নিয়ে না ফেরার দেশে চলে গেলেন। সোমবার জোহরবাদ এই বর্ষীয়ান রাজনীতিবীদকে শেষ শ্রদ্ধা আর ভালাবাসায় চিরবিদায় জানানো হয়েছে। যশোর কেন্দ্রীয় ঈদগাহে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় যশোরের সর্বস্তরের মানুষ অংশ নেন। এরপর তাকে শহরের কারবালা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। এর আগে দুপুর ১২টার দিকে মরহুমের মরদেহ ঈদগাহ ময়দানে নেওয়া হয়। সেখানে যশোরের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনগুলোর পক্ষ থেকে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়।
জানাজায় যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আলম চঞ্চল, যশোর-২ আসনের সাবেক সংসদ সদস্য মনিরুল ইসলাম মনির, ন্যাপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এটিএম এনামুল হক, জাসদের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি রবিউল আলম, বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, শ্রমিকলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি সাবেক মেয়র কামরুজ্জামান চুন্নু, নগর বিএনপির সভাপতি সাবেক মেয়র মারুফুল ইসলাম, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, জাতীয় পার্টির জেলা সভাপতি শরিফুল ইসলাম চৌধুরী, চেম্বার অব যশোরের সাবেক সভাপতি মিজানুর রহমান খানসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনসহ হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। উল্লেখ্য, সাবেক প্রতিমন্ত্রী ও যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং পৌরসভার চেয়ারম্যান খালেদুর রহমান টিটো গত শনিবার ইন্তেকাল করলেও ডাক্তার তার পরিবারকে রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন। এজন্যে সোমবার জোহরের নামাজের পর তার নামাজে জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়।