৫০০ ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : সোমবার গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর উপ-পুলিশ কমিশনার (ডিবি) মুত্তাকী ইবনু মিনান মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর অপারেশন পরিকল্পনায়, সহকারী-পুলিশ কমিশনার(ডিবি) মোঃ ফারুক আহমেদ এর তত্বাবধানে, এসআই (নিঃ) গোলাম মোর্শেদ, এসআই (নিঃ) মোঃ বাবুল ইসলাম, এসআই ( নিঃ) তছলিম উদ্দিন আহমেদ,এসআই ( নিঃ) নাজমুল ইসলাম, কং/৩৯৩ মোঃ আমিনুল ইসলাম, কং/৬৩৩ সুজন চন্দ্র সহ আরপিএমপি কোতয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযানে উক্ত থানাধীন ১৭ নং ওয়ার্ডস্থ দক্ষিণ খলিফাপাড়াস্থ ধৃত আসামীর বসতবাড়ীর ভিতর তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির কোচে লুকায়িত অবস্থায় একটি বেনসন সিগারেটের পেকেটে বায়ুরোধক সাদা ৫ টি পলিথিনের ভিতরে রক্ষিত অবস্থায় ৫০০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য হালাকা গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট (যাহার মুল্য ১,৫০,০০০/- টাকা) উদ্ধার মুলে জব্দ করা হয়।


বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত আসামির নাম- (১) মোঃ লাবলু @ লাল্লু (৪০), পিতা- শহীদ আব্দুল খালেক, মাতা- মোছাঃ রেজিয়া খাতুন, সাং- খলিফাপাড়া, ওয়ার্ড ১৭, থানা কোতয়ালী, আরপি এমপি, রংপুর।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামি বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনগত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য যে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ধরনের অবৈধ কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আরপিএমপি গোয়েন্দা বিভাগ (ডিবি) টিমের অভিযান অব্যাহত থাকবে।