নিজস্ব প্রতিনিধি : নারীর জন্য নিরাপদ সাইবার স্পেস বিনির্মানের অঙ্গীকার নিয়ে ১৬ই নভেম্বর, ২০২০ তারিখে মাননীয় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর দিকনির্দেশনায় যাত্রা শুরু হয় পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেনের। আমাদের ফেসবুক পেইজ, হটলাইন নম্বর এবং ই-মেইলে সেবাপ্রত্যাশীদের ব্যাপক সাড়া আমাদের কার্যক্রমকে অর্থবহ করে তোলে। আমাদের সর্বাত্মক প্রচেষ্টা থাকে সাইবার স্পেসে হয়রানীর শিকার নারীদের প্রয়োজনীয় আইনী ও প্রযুক্তিগত সহায়তা এবং সাইবার নিরাপত্তায় সচেতনতা তৈরি। এই মুহুর্তে আমাদের সাথে যুক্ত থাকা এক লক্ষ সাইবার স্পেস ব্যবহারকারীদের ৬৮.৫ শতাংশই নারী।