সকলকে পহেলা ফাল্গুনের শুভেচ্ছা

জাতীয়

আজকের দেশ রিপোর্ট : “হে কবি! নীরব কেন-ফাল্গুন যে এসেছে ধরায়, বসন্তে বরিয়া তুমি লবে না কি তব বন্দনায়?”
বছর ঘুরে প্রকৃতির নানা পরিবর্তন পেরিয়ে আবার আসছে বসন্ত। মানুষের মনে জাগছে আনন্দ জোয়ার আর প্রকৃতি ধারণ করছে রূপলাবণ্যে ভরা মনোহর পরিবেশ।প্রকৃতিতে শুরু হয়েছে মধুর বসন্তের সাজসাজ রব। আর এ সাজে মন রাঙিয়ে গুণ গুণ করে অনেকেই গেয়ে উঠবে- ‘মনেতে ফাগুন এলো…।পাতার আড়ালে আবডালে লুকিয়ে থাকা বসন্তের দূত কোকিলের মধুর কুহুকুহু ডাক, ব্যাকুল করে তুলবে অনেক বিরহী অন্তর। কবি তাই বলেছেন “সে কি আমায় নেবে চিনে, এই নব ফাল্গুনের দিনে..।”


বিজ্ঞাপন

তবে বসন্তের সমীরণ বলছে এ ঋতু সব সময়ই বাঙালির মিলনের বার্তা বহন করে। যুগ যুগ ধরে প্রেম পাগল মানব-মানবী ও তরুণ-তরুণী বসন্তকে নিয়ে স্বপ্ন দেখছে। ভিন্ন ভিন্ন অনুভূতি আর আয়োজনে এই দিনটিকে বরণ করতে চলেছে সবাই।
তাই প্রতিবারের মত এবারও ঋতুরাজ বসন্তকে বরণ উপলক্ষে “বসন্ত বরণ- ঋতুরাজ বসন্তকে বরণ করার এই উৎসবে শুভেচ্ছা।