রাজধানীর পল্লবীতে চাঁদার দাবিতে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করলো  র‍্যাব-৪

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক  :  “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠাকাল থেকে চাঁদাবাজি, সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‍্যাব ইতোমধ্যে জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।


বিজ্ঞাপন

র‍্যাব-৪ সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি চাঁদাবাজ ও ছিনতাইকারীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য সদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় গত ১৩ জুলাই,  রাতে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে পল্লবীর চাঞ্চল্যকর আবাসন ব্যবসায় প্রতিষ্ঠানে চাঁদা দাবি ও গুলিবর্ষণের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে।


বিজ্ঞাপন

মামলার এজাহার ও ভুক্তভোগীর বিবরণে জানা যায় গত ১১ জুলাই,  পল্লবীর আলব্দির টেক এলাকায় এ কে বিস্তার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল লোক অস্ত্রশস্ত্র নিয়ে এসে হামলা চালায়।


বিজ্ঞাপন

হামলাকারীরা এ সময় চারটি গুলি করেছে বলে জানা যায়। দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হন। তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।


বিজ্ঞাপন

উক্ত ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হয় এবং এ সংক্রান্তে পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়।

মামলার পরপরই র‍্যাব-৪ এর আভিযানিক দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে অপরাধীদেরকে আইনের আওতায় আনতে ছায়া তদন্ত শুরু করে।

এর প্রেক্ষিতে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ৫ জন চাঁদাবাজ’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা যথাক্রমে,   মোঃ আব্বাস (২৯), জেলা-চাঁদপুর। মোঃ ইয়ামিন (২৭), জেলা-চাঁদপুর। মোঃ সোহেল (২৩), জেলা-ঢাকা।  মোঃ মাজহারুল (৩০), জেলা-মানিকগঞ্জ।  মোঃ চাঁদ মিয়া (২২), জেলা-ঢাকা।

গ্রেফতারকৃত আসামী মোঃ সোহেল (২৩) এর বিরুদ্ধে ০৩টি, মোঃ আব্বাস (২৯) এর বিরুদ্ধে ০৪টি এবং মোঃ চাঁদ মিয়া (২২) বিরুদ্ধে ০৩টি মাদক, হত্যা, ডাকাতি মামলা চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *