নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ভাষা আন্দোলনে জাতির জনক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকা সম্পর্কে নতুন প্রজন্ম জানে না। ভাষা আন্দোলন থেকে স্বাধীনতার সংগ্রাম শুরু। রোববার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর উপস্থিত গণমাধ্যম কর্মীদের এ কথা বলেন তিনি।
ভাষা আন্দোলনের এত বছর পর যারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে আস্ফালন করছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে বলেও তিনি মন্ত্য করেন।
বিএনপি কথা বলতে পারে না, তাদের বাকস্বাধীনতা নেই—বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা কথা বলেই এমন অভিযোগ করেছে। সুতারাং তারা একটু বেশিই কথা বলে। বিএনপির অভিযোগের কোনও ভিত্তি নেই।’
শহীদ মিনারে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা—এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘আমরা মাস্ক পরে এখানে এসেছি। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।’