দুদক এনফোর্সমেন্ট ইউনিটে অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : লিড ডেভেলপার কোম্পানি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক শওকত আলী ও সিইও ইলিয়াস আলী এবং রাজউক-এর দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে ঢাকার মানিকনগরস্থ ‘লীড ওয়াজ গার্ডেন’ নামক ভবনের রাজউক কর্তৃক অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে গ্রাউন্ড ফ্লোরে অবৈধভাবে নকশা বহির্ভূত অবৈধ মার্কেট নির্মাণ এবং তা রেজিস্ট্রিপূর্বক বিক্রি করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা এবং অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুদক, সজেকা, ঢাকা-১-এর সহকারী পরিচালক হুমায়ুন কবীর-এর নেতৃত্বে রোববার এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযোগের সত্যতা উদঘাটনের লক্ষ্যে দুদক টিম সরজমিনে উক্ত ভবন পরিদর্শনপূর্বক তথ্যপ্রমাণ সংগ্রহ, কাগজপত্র পরীক্ষা ও তথ্যানুসন্ধানপূর্বক অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে। সংশ্লিষ্ট দপ্তর থেকে এ সংক্রান্ত আরও তথ্য প্রমাণ সংগ্রহ করা হয়েছে। এ ক্ষেত্রে আরও কোন অনিয়ম সংঘটিত হয়েছে কিনা এবং তা হয়ে থাকলে এর সাথে জড়িতদের বিষয়ে অধিকতর নিশ্চিত হওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট রেকর্ডপত্র ও তথ্য প্রমাণসমূহ পরীক্ষা করে বিস্তারিত পর্যালোচনাপূর্বক পরবর্তী ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।


বিজ্ঞাপন

এছাড়া, কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা না দিয়ে আটকে রেখে হয়রানি, যমুনা লাইফ ইন্সুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে চাকরি প্রত্যাশীদের হয়রানি, প্রাণিসম্পদ কর্মকর্তার বিরুদ্ধে হাসপাতালের ঔষধ অন্যত্র বিক্রি করে অর্থ আত্মসাৎ, উপজেলা শিক্ষা অফিসারের বিরুদ্ধে বিদ্যালয় পরিচালনা কমিটির তালিকা প্রদানে ঘুষ আদায় এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের বিরুদ্ধে পরীক্ষার খাতা পুনঃপরীক্ষার নামে শিক্ষার্থীদের অনৈতিক সুবিধা প্রদানের অভিযোগের প্রেক্ষিতে বিভাগীয় কমিশনার, খুলনা; চেয়ারম্যান, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ; মহাপরিচালক, প্রাণিসম্পদ অধিদপ্তর; মহাপরিচালক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকা-কে বিষয়সমূহ অবহিত করে সংশ্লিষ্ট কতৃপক্ষের মাধ্যমে যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনের এনফোর্সমেন্ট ইউনিট থেকে পত্র প্রেরণ করা হয়েছে।