১০ টি স্বর্ণের বারসহ আটক ১

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি :বুধবার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বেনাপোল কোম্পানী সদরের অধীনস্থ আমড়াখালী চেকপোস্টে কর্মরত হাবিলদার মোঃ নুরুল ইসলাম, পিবিজিএম এর নেতৃত্বে একটি বিশেষ চোরাচালান বিরোধী তল্লাশী অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে আমড়াখালী চেকপোস্টের সামনে আনুমানিক ১৬০০ ঘটিকায় যশোর এর নাভারন হতে বেনাপোলগামী একটি ইজিবাইকে যাত্রী হিসেবে বসা একজন সন্ধেহভাজন ব্যক্তির দেহ তল্লাশী করে ভারতে পাচারের উদ্দেশ্যে আনিত এবং অভিনব কায়দায় আসামীর প্যান্টের ভিতরে কোমরের মধ্যে বিশেষ ব্যবস্থায় বাধা ১.১৬৬ কেজি স্বর্ণ (১০ টি বার) উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক সিজার মূল্য ৮০,০০,০০০/- (আশি লক্ষ) টাকা। আটককৃত আসামীর নাম আব্দুল ওহাব (৪০), পিতা-আব্দুস সাত্তার, গ্রাম-ছোটআঁচড়া, ডাকঘর-বেনাপোল, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর।


বিজ্ঞাপন

আটককৃত স্বর্ণের বার থানায় জমা ও আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।