প্রেম মানে কাউকে জোর করে দখল করা নয়

অন্যান্য বিবিধ

বুলবুল মিনা : প্রেম মানে কাউকে জোর করে দখল করা নয়, প্রেম একটি পারস্পরিক ভালো লাগার বিষয়। পারস্পরিক সম্মতি ও বোঝাপড়ার মধ্য দিয়ে প্রেম দিনে দিনে বিকশিত হয়, পরিণত হয়। যখন দুজনের সম্পর্কে জোরাজুরি, জবরদস্তি বা বল প্রয়োগ করা হয়, তখন সেটা আর প্রেম থাকে না, সেটা হয়ে যায় প্রভুত্ব। জবরদস্তির সঙ্গে প্রেম বা ভালোবাসার সম্পর্ক নেই। প্রত্যেকেরই নিজস্ব পছন্দ–অপছন্দ থাকতে পারে। প্রকৃত প্রেম সেই পছন্দকে সম্মান দেয়। অন্যকে নিজের ইচ্ছা অনুযায়ী পরিচালনার চেষ্টা করা মানে তাকে দাসত্ব করতে বাধ্য করা। প্রেম মানুষকে মুক্তি দেয়, এটি কাউকে নতুন করে শিকল পরায় না। প্রেম তোমাকে একটি অদৃশ্য ডানা দেয় এবং যতটা সম্ভব উঁচুতে উড়তে তোমাকে সাহায্য করে। প্রকৃত প্রেম সেটাই, যা তোমাকে অনুভব করতে দেয় পূর্ণ স্বাধীনতা, যাতে তুমি নিজেই নিজের মতো হয়ে উঠতে পারও।


বিজ্ঞাপন

নারীর অনিচ্ছা সত্ত্বেও তাকে ছলে-বলে-কৌশলে দখল করার প্রচেষ্টা, তা কখনোই প্রেম হতে পারে না। আসলে প্রেম করতে কাউকে বাধ্য করা যায় না। প্রেম তো এক চঞ্চল প্রজাপতি, চোখে এসে বসে। কেউ তারে অনায়াসেই পেয়ে যায়, কেউ চেয়েও পায় না। প্রেমের প্রস্তাবে রাজি না হলেই নারীর প্রতি প্রতিহিংসাপরায়ণ হয়ে সহিংস আচরণ করা, তাকে হুমকি দেওয়া, অপহরণ করা, বাজে কথা বলা, উত্ত্যক্ত করা, সাইবার বুলিং করা—আমাদের সমাজে একশ্রেণির তরুণের প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। সচেতনভাবে আমাদের এই ধরনের মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। যিনি নারীকে সম্মান ও মর্যাদার দৃষ্টিতে দেখেন এবং নারীর মতামতকে শ্রদ্ধা করেন, তিনি প্রত্যাখ্যাত হলেও কখনোই নিষ্ঠুর আচরণ করতে পারেন না। নারীকে মানুষ হিসেবে সম্মান করলে, তাকে ভোগ্যপণ্য বা সেবাদাসী না ভেবে পথচলার সম–অধিকারসম্পন্ন সঙ্গী হিসেবে ভাবতে পারলে নারীর প্রতি নেতিবাচক আচরণ অনেকটাই বদলে যেতে পারে।