দিন দুপুরে দুর্ধর্ষ অপহরণ

অপরাধ সারাদেশ

সৈয়দ রমজান : নড়াইল গোবরা মিত্র কলেজের ১০০গজ দক্ষিণ পার্শ্বে সোমবার কর্পোরাল শেখ আরশিদ হোসেন অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও আক্তার হোসেন মিন্টু অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য তারা মোটরবাইকএ যোগে নড়াইল মির্জাপুরে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বাড়ি যাওয়ার পথে, গোবরা মিত্র কলেজের ১০০গজ দক্ষিণ পার্শ্বে আসলে, নড়াইল বড়গাতির সুপিয়ান ও তার বাহিনীর সদস্য সুপিয়ান, রফিক, লিটান,লিটু,কবির মোল্লা, ওহিদুল মোল্লা,( সাং) নড়াইল বড়গাতি সহ অপরিচিত ১৫ থেকে ২০ জন লোক শেখ আরশিদ হোসেন ও মিন্টুর পরে ঝাপিয়ে পড়ে। তাদের কাছে থাকা লোহার রড, ও হকিস্টিক হাতুড়ি দিয়ে মারতে শুরু করে। এক পর্যায়ে মিন্টু মার খেয়ে দৌড়ে পালিয়ে যায়। তখন শেখ আরশিদ সেখান থেকে পালাতে পারেনি। তখন আরশিদ কে পায়ের গিরায় হাতের গিরায় মাথায় ইত্যাদি বিভিন্ন জায়গায় জখম করে। তখন তার হাতে থাকা স্বর্ণের ব্রেসলেট ও তার কাছে থাকা ৪৫০০০০ টাকা কেড়ে নেয় এবং তার কাছে থাকা তিনটি মোবাইল ফোন কেড়ে নেয়। এখন তিনি নড়াইল সদর হাসপাতালে ভর্তি আছেন।


বিজ্ঞাপন