জয়পুরহাট জেলার চাঞ্চল্যকর মারোয়ারী দম্পতি হত্যা মামলার রহস্য উদঘাটিত

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : জয়পুরহাট থানার মামলা নং-২৯ তাং-২২/১২/২০১৮ ধারা- ৩৮০/৩০২/৩৪ পেনাল কোডের ঘটনায় অজ্ঞাতনামা আসামীরা গত ১৯/১২/২০১৮ ইং তারিখ রাত্রী অনুমান ২২.০০ ঘটিকা হতে ২০/১২/২০১৮ ইং সকাল ১১.০০ ঘটিকার মধ্যে মামলার ডিসিস্ট কিসন রুংটা (৫৭) ও দেবী রুংটা(৫০) দম্পতিকে তাহাদের শয়ন কক্ষে এলোপাতাড়ি মারপিট করত শ্বাসরোধ করে হত্যা করে। অতঃপর বিভিন্ন বর্ননার ১৯ ভরি স্বর্নালংকার ও নগদ ৫০,০০০ টাকা চুরি করে নিয়ে যায়। বর্নিত মামলাটি থানা পুলিশ তদন্ত করে সফলতা না পাওয়ায় পুলিশ হেডকোয়ার্টার্স এর নির্দেশে সিআইডি জয়পুরহাট কে তন্দন্তভার অর্পন করা হয়। সিআইডির পূর্ববর্তী দুই জন তদন্তকারী কর্মকর্তার পরে বর্তমান তদন্তকারী কর্মকর্তা এস আই (নিঃ) প্রতাপ কুমার সিংহ গত ২০/১০/২০২০ ইং তারিখ মামলার তদন্তভার গ্রহন করেন। তিনি বিশ্বস্ত সোর্স এবং প্রযুক্তি ব্যাবহার করে সন্দিগ্ধ আসামী মোঃ সাইফুল ইসলাম (৪৮), পিতা- মৃত আলহাজ্ব মোঃ আকবর আলী মন্ডল, সাং- কুলইছ, থানা- পাঁচবিবি, জেলা-জয়পুরহাট কে তার বর্তমান ঠিকানা – বাসা নং-৩/৬, ওয়ার্ড নং-০৮, উত্তর রাজাশন, সাভার, ঢাকা থেকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করলে ধৃত সাইফুল ঘটনার বিষয়ে নিজে জড়িত মর্মে অন্যান্য আসামীদের নাম উল্লেখ পূর্বক কাঃ বিঃ ১৬৪ ধারামতে দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে। মামলার ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার সহ লুন্ঠিত মালামাল উদ্ধারের তৎপরতা অব্যাহত আছে।


বিজ্ঞাপন