নিজস্ব প্রতিবেদক : বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে একাদশ সংসদের ১২তম অধিবেশন। দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এবারের অধিবেশন বসতে পারে দুই থেকে তিন দিন। সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী জানান, সাংবিধানিক বাধ্যবাধ্যকতার কারণেই এ অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি।
পরিস্থিতি বিবেচনায় এ অধিবেশনে যোগ দেয়ার জন্য করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। একইসাথে ৭২ঘণ্টা আগে সংসদ সদস্যদের করোনা পরীক্ষার আওতায় আনা হচ্ছে। বয়স্ক ও অসুস্থ এমপিদের অধিবেশন অংশ না নেয়ার অনুরোধ জানানো হয়েছে।
এ বিষয়ে চিফ হুইপ বলেন, গত পাঁচটি অধিবেশনের মতো এবারের অধিবেশনও স্বাস্থ্যবিধি মেনেই পরিচালনা করা হবে। প্রতিটি কার্যদিবসে ৭০ থেকে ৮০ জন সংসদ সদস্যের উপস্থিতি নিশ্চিত করতে এসএমএস করে আমন্ত্রণ জানাবে সংসদ সচিবালয়।