ঝালকাঠি প্রতিনিধি\ : বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ঝালকাঠি জেলা শাখার আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফার উদ্যোগে জেলা, উপজেলা ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ এতে অংশ গ্রহন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চু, নলছিটির কৃষক দল নেতা আলহাজ্ব শামীম মল্লিক, মিন্টু, মো: হারুন, নুর হোসেন, হাবিবুর রহমান, সবুজ আকন, মো: রুবেল, আনোয়ার হোসেন, নয়ন মুন্সি প্রমুখ।

জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মাননীয় চেয়ার পার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটুক্তিকারীরা ফ্যাসিবাদের দোসর।

বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্র করছে তাদের বাংলার মাটিতে ঠাই হবে না। তারা দিল্লি অথবা পিন্ডি গিয়ে ষড়যন্ত্র করতে পারেন। এদশের মাটিতে দুষ্কৃতিকারীদের স্থান হবে না।ঝালকাঠি জেলা কৃষক দল ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দিবে ইনশাল্লাহ।

চাষী নান্না খলিফার নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের চাঁদকাঠি চৌরাস্তা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝালকাঠি পুরাতন ষ্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়।