নিজস্ব প্রতিনিধি : বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) মোঃ ফারুক আহমেদ, পুলিশ পরিদর্শক (নিঃ) এবিএম ফিরোজ ওয়াহিদ, এসআই (নিঃ) মোঃ গোলাম মোর্শেদ, এসআই (নিঃ) নাজমুল ইসলাম, এসআই (নিঃ) তছলিম উদ্দিন, এসআই (নিঃ) আবু ছাইয়ুম তালুকদার এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আরপিএমপি কোতয়ালী থানাধীন পায়রাচত্ত¡র আনোয়ারা মেডিসিন মার্কেট এর নিচ তলায় ফাহিম ফার্মেসীতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান নকল এজিথ্রোমাইসিন ও এ্যামক্সাসিলিন ঔষধ উদ্ধার করা হয়। যার অনুমানিক মূল্য ১৮,০০,০০০/- আঠারো লক্ষ টাকা।এ অভিযানে সহযোগিতা করেন ওষুধ প্রশাসন অধিদপ্তর, রংপুর।
উক্ত নকল ঔষুধ সরবারহের কারণে ফাহিম ফার্মেসির প্রোপাইটার নাহিদ ইসলাম ফাহিম(২৫), পিতা-মোঃ আব্দুল ওয়ারেস, ওয়ার্ড-২৩, থানা- কোতয়ালী, মহানগর, রংপুর-কে আটক করা হয়।
পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মাহমুদুল হাসান মৃধা ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উক্ত ফার্মেসির প্রোপাইটার নাহিদ ইসলাম ফাহিম(২৫)-কে ১ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাস জেল আদেশ দেন এবং সমুদয় ঔষধ জব্দ ও ধংসের আদেশ দেন।
নকল ও অননুমোদিত ঔষধ নির্মূলে রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।