মানবিক কার্যক্রম করে যাচ্ছে র‌্যাব ও পুলিশ

অপরাধ

মো. মোজাম্মেল হক: করোনার শুরু থেকে আজ পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে করোনাসচেতেনতা ও মানবিক কার্যক্রম করে যাচ্ছে পুলিশ ও RAB. করোনার শুরুতে যখন কেউই করোনা রোগীর কাছে যাচ্ছিলনা তাদের হাসপাতালে ভর্তি করা, করোনায় মৃত ব্যক্তির আত্মীয় স্বজন ভয়ে পালিয়ে গেলেও লাশ দাফন করা, বেতন ও রেশনের টাকা থেকে কর্মহীন বেকার মানুষকে খাদ্য সহায়তা দেয়া এবং করোনা সচেতেনতা সৃষ্টির লক্ষে মাস্ক, সাবান, স্যানিটাইজার বিতরন করা হয়েছে। করোনাকালে মানবিক পুলিশিং করতে গিয়ে বেশ কয়েক হাজার পুলিশ ও RAB সদস্য করোনা আক্রান্ত হয়েছে। আমি নিজেও দুইবার করোনার কষ্ট ভোগ করেছি। করোনাকালে মাঠে থেকে জনসেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে ইতিমধ্যেই আত্মোৎসর্গ করেছেন ৮৯ জন দেশপ্রমীক পুলিশ এবং ৭ জন RAB সদস্য। সবাই নিরাপত্তার খাতিরে শতভাগ সতর্ক থাকলেও পুলিশ ও RAB কে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে মাঠে থেকে আইনশৃংখলা নিয়ন্ত্রণের পাশাপাশি করোনা সচেতেনতামুলক কার্যক্রম চালাতে হচ্ছে। পুলিশ ও RAB আপনাদের মতই রক্ত মাংসের মানুষ তাদেরও ভুল হতে পারে। কিন্তু এটাতো সঠিক করোনা মহামারীসহ যেকোন জাতীয় দূর্য়োগে সবার আগে জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করে পুলিশও RAB তাই দয়া করে তাদের সবসময় সমালোচনা না করে ভাল কাজে উৎসাহিত করুন।


বিজ্ঞাপন