নিজস্ব প্রতিনিধি : মৃত্যুর কাছে পরাজয় বরণ করল রিয়েন।, নীরবে নিঃশব্দে কাউকে না জানিয়ে সবার অগোচরে ঢলে পড়লো মৃত্যুর কোলে। বাঁচার সকল চেষ্টা বৃথা হয়ে গেল এক নিমিষেই।কেউ আর চিৎকার করে বলবে না ” ও খোদা আর পারছি না, তুমি আমাকে সুস্থ করে দাও”,। পাক-ভারত উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ কবি কলামিস্ট ও সাংবাদিক প্রয়াত মাহবুব আহমেদ খানের নাতি, জাতীয় পার্টির নেতা রাজনীতিবিদ মাহবুব মোরশেদ খান জেম এর বড় ছেলে, ৭১ টিভির ক্রাইম রিপোর্টার, আবৃত্তি শিল্পী মন্জুর মোরশেদ খান রিয়েন (৩৫) আজ ৯ এপ্রিল’২১ মধ্যরাতে ঘুমন্ত অবস্থায় হৃদ রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না-লিল্লাহ —–রাজেউন) । প্রতি রাতের মতো নিয়মানুযায়ী ওষুধ পথ্য খাওয়া দাওয়া শেষ করে রিয়েন ঘুমিয়ে পড়ে। ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু ঘটে। প্রতিবাদি সাংবাদিক ও শিল্পী রিয়েন সম্প্রতি মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়ে। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়াসহ তার শরীরের নানাবিধ সমস্যা সৃষ্টি হয়। রাজশাহী, ঢাকা ও দেশের বাইরে চিকিৎসা করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিভিন্ন সুহৃদ ও পরিবার থেকে সাধ্যমত তার চিকিৎসার ব্যাবস্হা করা হয়। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তার চিকিৎসা অব্যাহত ছিল। মিষ্টভাষী সাংবাদিক রিয়েন দৃঢ় ভাবে বিশ্বাস করতেন যে, সে আবার সুস্থ হয়ে উঠবেন। আবার ছুটে বেড়াবেন খবরের পেছনের খবর অনুসন্ধান করে তা জাতির সামনে তুলে ধরবেন। রিয়েনের সে স্বপ্ন স্বপ্নই রয়েগেল। সবাইকে কাঁদিয়ে এক বুক ব্যাথা বুকে নিয়ে বড় অভিমানে চলে গেল না ফেরার দেশে। আজ বাদ আসর ঈশ্বরদী শহরের কেন্দ্রীয় গোরস্থান সংলগ্ন মসজিদ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। শুভাকাঙ্ক্ষী স্বজনদের জানাজায় উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সাংবাদিক ও শিল্পী রিয়েনের মৃত্যুতে সোনালী বাংলা টেলিভিশন ও তরঙ্গ নিউজ পরিবারে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন ও মরহুম রিয়েনের বিদেয়ী আত্মার শান্তি কামনা করেছেন।