নিজস্ব প্রতিনিধি : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় আজ শনিবার ১০ এপ্রিল ২০২১ সকাল ১০.০০ টায় রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালের কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজে কোভিড-১৯ এর ২য় ডোজ টিকা গ্রহণ করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মোঃ সুজায়েত ইসলাম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ রশীদুল হাসান পিপিএম সহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও পুলিশ সদস্যবৃন্দ। পুলিশ কমিশনার মহোদয় ছাড়াও রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনারগণ এবং বিভিন্ন স্তরের কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ কোভিড-১৯ এর ২য় ডোজ টিকা গ্রহণ করেন।