মোহাম্মদপুরে ভুয়া পুলিশ কর্মকর্তা আটক

অপরাধ রাজধানী

নিজাম উদ্দিন: রাজধানীর মোহাম্মদপুর টাউন হল এলাকা থেকে, ভুয়া এস আই আটক করেছেন ট্রাফিক সার্জেন্ট সোহরাব। ভুয়া এস আই এর নাম সোহেল রানা ( ৩১) তিনি নিজেকে এস আই পরিচয় দেন শুক্রবার বিকেল পাঁচটায় ১৪ মিনিটে একটি মোটরসাইকেল ছাড়াতে এসে আটক হন ভুয়া এস আই। ট্রাফিক সার্জেন সোহরাব তিনি বলেন মোহাম্মদপুরে টাউন হল এলাকায় একটি মোটরসাইকেলের কাগজপত্র দেখতে গেলে কোন কাগজপত্র না থাকার কারণে মোটরসাইকেল টি আটক করা হয় একপর্যায়ে একজন লোক এসে পুলিশ পরিচয় দিয়ে বলেন এলাকার ভাই ব্রাদার মোটরসাইকেল টা ছেড়ে দেন। তখন সার্জেন্ট বলেন আপনি কে,তিনি বলেন আমি একজন পুলিশের এসআই। তখন সার্জেন্ট উনাকে জিজ্ঞেস করেন আপনি কত সালের ব্যাচ কিছুই
বলতে পারেননি সার্জেন্ট কে। সার্জন্টের সন্দেহ মনে হয়, পরে ভুয়া এসআই কে সার্জেন্ট বলেন আপনার যা বলার আছে থানায় গিয়ে বলেন। তাৎক্ষণিকভাবে সার্জেন্ট থানার গাড়ি কল করেন তাকে মোহাম্মদপুর থানায় নিয়ে যান। ওইখানে যাচাই করা হয় সে কোন পুলিশের লোক না। পুলিশের আইডি কার্ড বানিয়ে নিজেকে এসআই বলে সবার কাছে পরিচয় দেন। তাৎক্ষণিকভাবে মোহাম্মদপুর থানায় তার নামে মামলা হয়। মামলা নাম্বার ১০২। এসআই পরিচয় দেওয়া সোহেল রানা’র গ্রামের বাড়ি শেরপুর জেলায় শ্রীবরদী থানার বাড়েয়া ৫ নং ঘোসাইপুর গ্রামের মৃত ইস্রাফিল খানের ছেলে।তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের পুলিশের সার্জেন্ট সোহরাব হোসেন বাদি হয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন।
আজকের দেশ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানা পুলিশ।


বিজ্ঞাপন