জুয়া খেলার এজেন্টসহ গ্রেফতার ৭

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : ২২/০৫/২০২১খ্রি: তারিখ রাত অনুমান ০১.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনর্চাজ এর দিকনির্দেশনায় এসআই/মো: রোকনুজ্জামান চৌধুরী, পিপিএম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ দক্ষিণ
সুরমা থানাধীন কদমতলী ফেরীঘাট লিটন মিয়ার কলোনী হতে জুয়া খেলার জন্য সমবেত হওয়া অবস্থায় আসামী ১। সাহাজুল ইসলাম রিপন (১৯) পিতা-নুরুল ইসলাম, সাং- গাবুরগাঁও, থানা-ছাতক, জেলা- সুনামগঞ্জ, বর্তমানে-কদমতলী, ফেরীঘাট, হায়দার মিয়ার কলোণী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট,২। মো: ঠান্ডা মিয়া (২৬) পিতা-মৃত মন্তাজ আলী, সাং-মানসিনগর, থানা- জালালাবাদ, জেলা-সিলেট, বর্তমানে- কদমতলী, ফেরীঘাট, হায়দার মিয়ার
কলোণী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট। ৩। হযরত আলী (২৬) পিতা- মৃত আব্দুল মোতালিব, সাং- শরিফপুর, থানা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে-গোটাটিকর পয়েন্ট, ফখরুল মিয়ার কলোণী, থানা-মোগলাবাজার, জেলা-সিলেট। ৪। বাদশা মিয়া (৩৫) পিতা- মৃত ছমর উদ্দিন, সাং- মোমিনখলা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ৫। ইব্রাহিম (৩৭) পিতা- মো: বিল্লাল মিয়া, সাং- রামদাশপুর (আমিনপুর), থানা-উত্তর মতলব, জেলা-চাঁদপুর, বর্তমানে- কদমতলী, আহাদ মিয়ার কলোণী, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট।
৬। আহমদ আলী (৫২) পিতা-মৃত আবেদ আলী, সাং- বাকারকুলা, থানা-
ঝিনাইগাতি, জেলা-শেরপুর, বর্তমানে- ইঞ্জিনিয়ার গেইট, থানা- মোগলাবাজা, জেলা-সিলেট। ৭। মো: বকুল মিয়া (৩২) পিতা- মো: জাহান মিয়া, সাং- মাঝেরবাড়ী, থানা- ওসমানীনগর, জেলা-সিলেট, বর্তমানে-কদমতলী, ফেরীঘাট, চায়নার কলোণী, থানা-দক্ষিণ সুরমা, জেলা- সিলেটদেরকে আটক করা হয়। আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।


বিজ্ঞাপন