অভয়নগর (যশোর) প্রতিনিধি : যশোর জেলার অভয়নগরের মাদক ব্যবসায়ী মাসুম শেখ ইয়াবা সহ ডিবি পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। খুলনা ডিবি পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা থানা এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় চলিতেছে বলিয়া সংবাদ পেলে গত শুক্রবার ২১/০৫/২০২১ তারিখে বিকাল ৩টা ৫০ মিনিটের সময় মামলার ঘটনাস্থল ফুলতলা থানাধীন উত্তর আলকা গ্রামস্থ খুলনা-যশোর মহাসড়কের দক্ষিণ পাশে অবস্থিত মেসার্স ইউনাইটেড বিক্য্রস্ এর সামনে পাঁকা রাস্তার উপর পৌছায়ে আসামি, মোঃ মাসুম শেখ (৩৫), পিতা- মোঃ আমিনুর রহমান শেখ, মাতা-রিজিয়া বেগম, সাং-গুয়াখেলা (রেলবস্তি), থানা- অভয়নগর, জেলা-যশোরকে গ্রেফতার করেন।
গ্রেফতার পূর্বক তার নিকট হতে ০১ (এক) টি সাদা স্বচ্ছ এয়ারটাইট পলিপ্যাকে রক্ষিত ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে উক্ত ঘটনায় উপরোক্ত আসামির বিরুদ্ধে এস আই (নিঃ) সৌরভ কুমার দাস, জেলা ডিবি, খুলনা বাদী হয়ে ফুলতলা থানার মামলা নং-১২, তারিখ- ২১/০৫/২০২১ ইং ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১০ (ক) দায়ের করেন। আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার নামে যশোর জেলার অভয়নগর থানার বিস্ফোরক দ্রব্য আইন, বিশেষ ক্ষমতা আইনসহ মাদকদ্রব্য আইনে সর্বমোট ০৮ টি মামলা রয়েছে।