বিকাশ প্রতারক চক্রের ৩ জনকে গ্রেপ্তার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : বুধবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল এএসপি আব্দুল্লাহ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে সাহাদুল (৪৫) এর বসত ঘর হইতে (১) মোঃ ময়নুল হক (২৯), পিতা- মোঃ আব্দুল সামাদ, (২) মোঃ হানিফ আহম্মেদ (৩৮) পিতা- মৃত তহিরুল্লাহ ও তার স্ত্রী (৩) মোছাঃ পারভিন বেগম (৩৮), স্বামী মোঃ হানিফ আহম্মেদ, সর্ব সাং- হাবিবপুর, সর্ব থানা- জগন্নাথপুর, সর্ব জেলা- সুনামগঞ্জ’দেরকে আটক করে। আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত চক্রটি দীর্ঘ দিন যাবৎ সাধারণ মানুষের সাথে বিকাশের মাধ্যমে বিভিন্ন ভাবে প্রতারনা করে আসছিল। উক্ত চক্রটির কাছে অভিযান পরিচালনা করে (ক) নগদ ১,৩৫,৬০০/- টাকা (খ) ক্যাবল ও চার্জার ১৭ টি (গ) ৪ টি বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড (ঘ) ৪ টি বিভিন্ন ব্যাংকের চেক বই (ঙ) ০১ টি টেলিফোন (চ) ১১ টি মোবাইল ও ২০ টি সিমকার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত এবং আসামীদেরকে সুনামগঞ্জ জেলার এর ছাতক থানার অভিযোগ নং-৩৫৩, তারিখ-১৫/০৫/২০২১ এবং মামলা নং-২৯, তাং- ২৬/০৫/২০২১, ধারা- ৪০৬/৪২০ দন্ডবিধি মূলে হস্তান্তর করা হয়েছে।


বিজ্ঞাপন