নিজস্ব প্রতিনিধি : শনিবার বেলা ১২:১৫ ঘটিকার সময় বাদীনি/ভিকটিম (৩৬) থানা-জালালাবাদ, জেলা-সিলেট কর্তৃক অভিযোগ দায়ের এর প্রেক্ষিতে জালালাবাদ থানার মামলা নং-৩৮, তাং-২৯/০৫/২০২১ইং ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯(১) রুজু হয়। উক্ত মামলার ভিকটিম অর্থাৎ বাদীনি (৩৬) কে গত ২৮/০৫/২০২১ইং রাত অনুমান ১১:০০ ঘটিকার সময় অত্র জালালাবাদ থানাধীন বাদীনির বর্তমান ঠিকানার ভাড়া বাসায় মামলার এজাহারনামীয় আসামী ১। ইমরান আহমদ(২৫) পিতা-মৃত হানিফ উল্লাহ, মাতা-হাওয়ারুন নেছা, সাং-উত্তর হাটখোলা, থানা-জালালাবাদ,জেলা-সিলেট বিবাহের প্রলোভন দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে মর্মে বাদীনি অভিযোগে উল্লেখ করেন। উক্ত ঘটনার সময় স্থানীয় লোকজন কর্তৃক আসামীকে আটক করে পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং আটক আসামীকে থানায় নিয়ে আসা হয়। উক্ত ঘটনায় ভিকটিম বাদী হয়ে এজাহার দায়ের করলে মামলা রুজু হয়। উক্ত ঘটনায় ধর্ষণের শিকার ভিকটিম/বাদীনি (৩৬) কে পুলিশের সহায়তায় চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এর ওসিসি বিভাগে নিয়ে ভর্তি করা হয়। মামলার এজাহারনামীয় আটক আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। বিষয়টি অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা খান, জালালাবাদ থানা, এসএমপি,সিলেট নিশ্চিত করেন।